ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে এসেও হারের বৃত্ত থেকে বের হতে পারলো না বাংলাদেশ। বোলারদের অগোছালো বোলিংয়ে রানের পাহাড় গড়েছিল নিউজিল্যান্ড। ব্যাটা হাতে অধিনায়ক সাকিব লড়াই করলেও সেই পাহাড় টপকানো সম্ভব হয়নি।
স্বাগতিকদের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬০ রানে থেমেছে টাইগারদের ইনিংস। আর এতে করে ৪৮ রানে হেরে ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সাকিব আল হাসানের দল।
মঙ্গলবার (১২ অক্টোবর) টস জিতে প্রথমে বোলিং করতে নেমেছিল বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই নিউজিল্যান্ডের ওপেনারদের আক্রমণের সামনে পড়ে বোলাররা।
ব্যাট হাতে প্রথমদিকে ডেভন কনওয়ে একটু রয়েসয়ে ব্যাটিং করলেও অন্যপ্রান্তে ফিন অ্যালেন ছিলেন আক্রমণাত্মক। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ৪৫ রানে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৯ বলে চার চার ও দুই ছক্কায় ৩২ রানের ইনিংস।
নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনে এদিন বিশ্রাম দিয়েছিল নিউজিল্যান্ড। তার জায়গায় তিন নম্বরে ব্যাট করতে নেমে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন মার্টিন গাপটিল।
তবে অন্য প্রান্তে রানের চাকা সচল রেখেছিলেন কনওয়ে। দু’জনে মিলে গড়েন ৮২ রানের জুটি। শুরুর অস্বস্তি কাটিয়ে দ্রুতই রানের গতি বাড়ানো শুরু করেন গাপটিল। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ১২৭ রানে ২৭ বলে ৩৪ রানে বিদায় নেন।
পাঁচ নম্বরে ব্যাটিং করতেই এসেই ব্যাট হাতে টর্নেডো শুরু করেন গ্লেন ফিলিপস। এমনকি তার ব্যাটিংয়ের এক পর্যায়ে আড়ালে পড়ে যান কনওয়ে। মাত্র ১৯ বলে ফিফটি স্পর্শ করা ফিলিপস ফেরেন ২৪ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে।
এর আগে দলীয় ১৬১ রানে কনওয়েকে ফেরান সাইফুদ্দীন। যাওয়ার ৪০ বলে ৬৪ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২০৮ রান।
বড় লক্ষ্য তাড়া করতে এদিন ওপেনিংয়ে পরিবর্ন আনে বাংলাদেশ। তিন থেকে উঠে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ওপেনিং করতে নামেন লিটন কুমার দাস। তবে বড় রান তাড়া করতে যেমন শুরু প্রয়োজন ছিল তেমন পায়নি বাংলাদেশ।
ইনিংসের চতুর্থ ওভারে শান্ত এবং ষষ্ট ওভারে লিটন ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে টাইগাররা।
এরপর লম্বা সময় পর একাদশে ফেরা সৌম্যকে নিয়ে ৪৩ রানের জুটি গড়েন অধিনায়ক সাকিব। বেশ ভালো গতিতে এগোলেও দলীয় ৯০ রানে ব্যক্তিগত ২৩ রান করে সৌম্য ফিরলে ভাঙে তাদের জুটি।
এরপর আর কেউই উইকেটে থিতু হতে পারেননি। এক প্রান্তে লড়াই করে গেছেন সাকিব আর অন্যপ্রান্তে একের পর এক ব্যাটাররা উইকেট ছুড়ে বিদায় নিয়েছেন।
শেষ পর্যন্ত ৪৭ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ১৯ তম ওভারে আউট হন সাকিব। নির্ধারিত ২০ ওভারে ১৬০ রানে থামে টাইগারদের ইনিংস।
চলতি ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
স্পোর্টসমেইল২৪/এসকেডি