ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। ফিন অ্যালেন, ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপসের ঝড়ো ফিফটিতে নির্ধারতি ২০ ওভার শেষে বাংলাদেশের সামনের জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে দলটি।
বুধবার (১২ অক্টোবর) টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। বোলিংয়ের শুরু থেকেই কিউই ওপেনারদের তোপের মুখে পড়েন বাংলাদেশী বোলাররা। প্রথম ছয় ওভারে ৫৪ রান যোগ হয় স্কোর বোর্ডে।
ইনিংসের পঞ্চম ওভারে ফেরার আগে ১৯ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন অ্যালেন। সঙ্গী হারালে পথচ্যুত হননি কনওয়ে। ৪০ বলে ৬৪ রান করে আউট হন ইনিংসের ১৭তম ওভারে।
শেষ দিকে ব্যাট হাতে টাইগার বোলারদের উপর রীতিমতো ধংসযজ্ঞ চালিয়েছেন কিউই ব্যাটার গ্লেন ফিলিপস। কোনো বোলারই তার বিপক্ষে এতটুকু সুবিধা করতে পারেননি।
মাত্র ১৯ বলে অর্ধশতক তোলা গ্লেন ২৪ বলে করেন ৬৪ রান। যেখানে বলকে উড়িয়ে মাঠের বাইরে পাঠিয়েছেন পাঁচবার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ২০৫ রানে থামে তাদের ইনিংস।
স্পোর্টসমেইল২৪/এসকেডি