বিশ্বকাপে স্পিনারদের সাহসী হওয়ার তাগিদ অশ্বিনে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১০ এএম, ১১ অক্টোবর ২০২২
বিশ্বকাপে স্পিনারদের সাহসী হওয়ার তাগিদ অশ্বিনে

আইসিসির ইভেন্টগুলোতে ইদানিং সাধারণত উইকেটগুলো স্পোর্টিং হয়ে থাকে। যেটা অনেক সময়ই ব্যাটারদের পক্ষে যায়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার উইকেটও এরকম হবে বলেই ধারণা করা হচ্ছে।

এরকম উইকেটে বোলারদের জন্য ভালো করা একটু কঠিন। আর সেখানে স্পিনারদের কাজটা যেন একটু আরও বেশি কঠিন। সে কারণেই বিশ্বকাপে স্পিনার সাহসী হতে বলে মনে করছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

অশ্বিন বলেন,  “আপনাকে কোন লেন্থে বোলিং করতে হবে এটা বোঝাও খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় (অস্ট্রেলিয়া) আপনাকে সাহসী হতে হবে এবং ফিফটি-ফিফটি অপশন বেছে নিতে হবে।”

উপমহাদেশের উইকেটে স্পিনাররা সহায়তা পেলেও বাউন্ডারি ছোট থাকে। তাই অস্ট্রেলিয়ার বড় বাউন্ডারি স্পিনারদের পক্ষে আসবে বলে মনে করেন অশ্বিন।

“এটা সত্যি যে, বোলাররা প্রচুর রান দিচ্ছে কিন্তু আমাদেরও বুঝতে হবে ভারতের (মাঠগুলোর সীমানা) ৩০ গজ বৃত্তের খুব কাছাকাছি। আমরা যখন অস্ট্রেলিয়ায় খেলি, এখানে বাউন্ডারি অনেক বড়, যা বোলারদেরকে (স্পিনার) বাড়তি সুবিধা দেয়।”

স্পিনার হিসেবে ইতিমধ্যে নিজেকে অনেক উপরে নিয়ে গেছেন অশ্বিন। তার ভান্ডারে দুর্দান্ত সব অস্ত্র রয়েছে। তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে পারফর্ম করছেন।

তবে জাতীয় দলের একাদশে তাকে এখন দেখা যায় না নিয়মিত। বিশ্বকাপ দলে থাকলেও একাদশে সুযোগ পাওয়ার নিশ্চয়তা নেই এই অফ স্পিনারের। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ: গেইল

ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ: গেইল

শঙ্কার মেঘ কেটে গেছে, বিশ্বকাপ খেলবেন মিচেল

শঙ্কার মেঘ কেটে গেছে, বিশ্বকাপ খেলবেন মিচেল

ব্যাটিংয়ে আরও উন্নতি চান সাকিব

ব্যাটিংয়ে আরও উন্নতি চান সাকিব

সেপ্টেম্বরে আইসিসির মাস সেরা ভারত-পাকিস্তান

সেপ্টেম্বরে আইসিসির মাস সেরা ভারত-পাকিস্তান