২০২২-২৩ মৌসুমে মোট দু’বার পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই দু’সফরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মোট ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এর মধ্যে দু’টি টেস্ট, ৮টি ওয়ানডে এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।
এক বিবৃতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে আগামী ডিসেম্বরে পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। ওই সময় দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে দু’দল। দ্বিতীয় ধাপে বছরের এপ্রিলে আবারও পাকিস্তান যাবে কিউইরা। ওই সময় পাঁচটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
প্রথম ধাপে ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটির প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে করাচিতে। ১৯৯০ সালের অক্টোবরের পর আবারও করাচিতে টেস্ট খেলবে নিউজিল্যান্ড। আর ২০০২ সালের পর পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট খেলতে নামবে কিউইরা। ৪ জানুয়ারি থেকে মুলতানে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
টেস্ট সিরিজ শেষে ১১ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আইসিসি সুপার লিগের অংশ সিরিজের শেষ দুই ওয়ানডে হবে যথাক্রমে- ১৩ ও ১৫ জানুয়ারি। ২০০৩ সালের পর আবারও পাকিস্তানের মাটিতে ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি দিয়ে দ্বিতীয় ধাপে পাকিস্তান সফর শুরু করবে নিউজিল্যান্ড। ১৩ এপ্রিল থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ১৫, ১৬, ১৯ ও ২৩ এপ্রিল।
পাকিস্তানের মাটিতে কখনও টি-টোয়েন্টি খেলেনি নিউজিল্যান্ড। এ সফরের মধ্যে দিয়ে সেটেও পূর্ণ হতে যাচ্ছে। এছাড়া ২৬ এপ্রিল থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি ওয়ানডেগুলো হবে যথাক্রমে ২৮ এপ্রিল, ১,৪ এবং ৭ মে।
স্পোর্টসমেইল২৪/আরএস