চার বছর নিষিদ্ধ ওয়েস্ট ইন্ডিজের ক্যাম্পবেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৮ অক্টোবর ২০২২
চার বছর নিষিদ্ধ ওয়েস্ট ইন্ডিজের ক্যাম্পবেল

সব ধরণের ক্রিকেট থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার জন ক্যাম্পবেল। ডোপিংয়ের দায়ে তাকে এই নিষেধাজ্ঞা দিয়েছে জ্যামাইকা অ্যান্টিডোপিং কমিশন (জাডকো)।

শুধু ডোপিংয়ের বিধিমালা ভাঙা নয়, ক্যাম্পবেলের বিরুদ্ধে নমুনা জমা না দেওয়ারও অভিযোগ এনেছে জাডকো। তাদের অভিযোগ অনুযায়ী ডোপ টেস্টের জন্য চলতি বছরের এপ্রিলে ক্যাম্পবেলের কাছে নমুনা চাওয়া হয়। কিন্তু তিনি তা দিতে অস্বীকার করেন। 

জাডকোর তিন সদস্যবিশিষ্ট স্বাধীন একটি প্যানেল ১৮ পৃষ্ঠার রায়ে ক্যাম্পবেলকে চার বছরের জন্য নিষিদ্ধের কথা বলা হয়েছে। জাডকোর ২.৩ ধারায় ডোপিং বিধিমালা ভেঙেছেন ২৯ বছর বয়সী এই ব্যাটার।

এরপর ডোপিংয়ে অভিযোগে অনিচ্ছাকৃত ভুলের কথা বলেছিলেন ক্যাম্পবেল। কিন্তু তদন্ত করতে গিয়ে তার পক্ষে কোনো প্রমাণ পায়নি জাডকোর তদন্ত কমিটি। চলতি বছরের ১০ মে থেকে ক্যাম্পবেলের শাস্তির মেয়াদ কার্যকর হবে।

সর্বশেষ চলতি বছরের জুনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছেন ক্যাম্পবেল। শেষ দুই বছরে সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচ খেলেননি তিনি।

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ক্যাম্পবেল এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ২০টি টেস্ট খেলেছেন। যেখানে তিন ফিফটিতে তার সংগ্রহ ৮৮৮ রান। এছাড়া ওয়ানডেতে ছয় ম্যাচে এক সেঞ্চুরিতে ২৪৮ ও দুইটি টি-টোয়েন্টিতে ১১ রান করেছেন তিনি। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ দলে মুশফিক-রিয়াদের প্রয়োজনীয়তা দেখছেন তামিম

বিশ্বকাপ দলে মুশফিক-রিয়াদের প্রয়োজনীয়তা দেখছেন তামিম

বিশ্বকাপের আগ মুহূর্তে জিম্বাবুয়ে ছাড়লেন ক্লুজনার

বিশ্বকাপের আগ মুহূর্তে জিম্বাবুয়ে ছাড়লেন ক্লুজনার

ত্রিদেশীয় সিরিজে নেই,  বিশ্বকাপ নিয়েও শঙ্কা মিচেলের

ত্রিদেশীয় সিরিজে নেই, বিশ্বকাপ নিয়েও শঙ্কা মিচেলের

পিসিএ’র বর্ষসেরা বেয়ারস্টো ও সিভার

পিসিএ’র বর্ষসেরা বেয়ারস্টো ও সিভার