মিঠুনের নেতৃত্বে ভারত সফরে বিসিবি একাদশ, দলে মমিনুল-বিজয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২২ পিএম, ০৫ অক্টোবর ২০২২
মিঠুনের নেতৃত্বে ভারত সফরে বিসিবি একাদশ, দলে মমিনুল-বিজয়

ফাইল ফটো

ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ বিসিবি একাদশ। সফরে তামিলনাড়ু একাদশের বিপক্ষে দুটি চারদিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলবেন বাংলাদেশের বিসিবি একাদশ। যেখানে ডাক পেয়েছেন টেস্ট ক্রিকেটে নিজেকে ফিরে পেতে লড়াই চালিয়ে যাওয়া সাবেক অধিনায়ক মমিনুল হক, রয়েছেন টেস্টে নিয়মিত মুখ তাইজুল ইসলামও। আর বিসিবি একাদশের নেতৃত্ব দিবেন মোহাম্মদ মিঠুন।

বুধবার (৫ আক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাঠানো এ বিজ্ঞপ্তিতে ভারত সফরে বিসিবি একাদশের দল ঘোষণা করা হয়। বিসিবি একাদশের মোড়কে এটি মূলত বাংলাদেশ ক্রিকেটের ‘এ’ দল।

চলতি মাসে বাংলাদেশ ‘এ’ দলের সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার কথা ছিল। সেখানে আফগানিস্তান ‘এ’ দলের সঙ্গে সিরিজ খেলতেন মিঠুনরা। তবে সিরিজটি পিছিয়ে যাওয়ায় বিসিবি নতুন করে চেন্নাই সফরের পরিকল্পনা করে।

বিসিবি একাদশে মুমিনুল-তাইজুলের সঙ্গে দলে রয়েছেন ব্যাটার এনামুল হক বিজয় ও তৌহিদ হৃদয়। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের মতো এ সফরেও দলে রয়েছেন টেস্ট দলের ওপেনার মাহমুদুল হাসান জয় ও পেসার সৈয়দ খালেদ আহমেদ।

চলতি অক্টোবরের ৯ তারিখ (রোববার) চেন্নাইয়ে যাবে বিসিবি একাদশ। প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে ১২ অক্টোবর (বুধবার) থেকে এবং পরেরটি শুরু হবে ১৯ অক্টোবর (বুধবার)। এর আগে দুই দিনের অনুশীলন করবে বিসিবি একাদশ। এছা একদিনের ম্যাচের সিরিজের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

চারদিনের ম্যাচের সিরিজের বিসিবি একদাশ স্কোয়াড
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।

একদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ফ্লাইট মিসে হেটমায়ারের বিশ্বকাপ মিস

ফ্লাইট মিসে হেটমায়ারের বিশ্বকাপ মিস

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুমোদন পেয়েছে বিসিবি

আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুমোদন পেয়েছে বিসিবি