পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৪ অক্টোবর ২০২২
পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

চারদিনের একটি এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিক পাকিস্তান যুবাদের বিপক্ষে নভেম্বরের প্রথম সপ্তাহে চারদিনের ম্যাচ নিয়ে মাঠে লড়াই শুরু করবে বাংলাদেশের যুবারা।

মঙ্গলবার (৪ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা স্পোর্টসমেইল২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরে চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ থেকে ৭ নভেম্বর এবং পাঁচটি ওয়ানডে মাঠে গড়াবে ১০, ১২, ১৪, ১৬ এবং ১৮ নভেম্বর।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি বিদায় নিয়েছিল কোয়াটার ফাইনাল থেকেই। বিশ্বকাপ শেষে দীর্ঘ দিন আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ যুবা ক্রিকেট দলের।

এদিকে, এ সিরিজটি বাংলাদেশ যুবাদের জন্য নবনিযুক্ত প্রধান কোচ স্টুয়ার্ট ল-এর প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে। নিয়োগ পাওয়ার পর ১৪ জুলাই ঢাকায় আসেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নবনিযুক্ত প্রধান কোচ স্টুয়ার্ট ল।

এরপর বয়সভিত্তিক দলের ৪০ জন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া। ১৬ জুলাই মিরপুরে রিপোর্টিং করে ১৭ জুলাই ফিটনেস টেস্ট দেওয়ার পর ২২-২৩ বিকেএসপিতে শুরু হয় ক্যাম্প।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের দায়িত্ব নিয়ে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে স্টুয়ার্ট ল বলেন, “আবার ফিরে এসে ভালো লাগছে।অনেক ভালো স্মৃতি আছে এখানে। নতুন এ দায়িত্ব আমাকে উঠতি ক্রিকেটার নিয়ে কাজ করার সুযোগ এনে দেবে, যেখানে আমি পার্থক্য এনে দিতে পারব।”

তিনি আরও বলেন, “আমি মিরাজ-শান্তদের যখন দেখি, ওদের চেহারায় বিশাল হাসি দেখতে পারি। ওরা খুব গর্বিত নিজেদের পরিবার নিয়ে। ওরা এখন বিবাহিত। ওরা খুদে ক্রিকেটার থেকে শুরু করে এখন বড় হচ্ছে। ক্রিকেটে তো অবদান রাখছেই, ক্রিকেটের বাইরেও অনেক কিছু করেছে, এটাই আমি চাই।”

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

তারুণ্যের হাত ধরে বিশে বিশ্বজয়ের গল্প

তারুণ্যের হাত ধরে বিশে বিশ্বজয়ের গল্প

যুব বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে বাংলাদেশের রিপন মন্ডল

যুব বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে বাংলাদেশের রিপন মন্ডল

ফ্লাইট মিসে হেটমায়ারের বিশ্বকাপ মিস

ফ্লাইট মিসে হেটমায়ারের বিশ্বকাপ মিস

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ