টান-টান উত্তেজনার শেষ হাসি ইংল্যান্ডের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৩ অক্টোবর ২০২২
টান-টান উত্তেজনার শেষ হাসি ইংল্যান্ডের

পাকিস্তানের বিপক্ষে টান-টান উত্তেজনাপূর্ণ টি-টোয়েন্টি সিরিজে শেষ হাসি হাসলো ইংল্যান্ড। সিরিজে কখনও ইংল্যান্ড এগিয়ে গেলেও আবার দারুণ লড়াইয়ে সমতা ফেরায় পাকিস্তান। লিডও নিয়েছিল পাকিস্তান, আবার লড়াইয়ে ফিরে ইংল্যান্ড। পেন্ডুলামের মতো দুলতে থাকা সাত ম্যাচের সিরিজটি শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জিতলো ইংল্যান্ড।

১৭ বছর পর পাকিস্তানে খেলতে এসে ঐতিহাসিক সিরিজ জয়ের নজির গড়লো জশ বাটলার-জনি বেয়ারস্টো-বেন স্টোকস বিহীন ইংল্যান্ড।

সোমবার (৩ অক্টোবর) দিনগত রাতে সিরিজের সপ্তম ও শেষ ম্যাচে ইংল্যান্ড ৬৭ রানের ব্যবধানে হারায় পাকিস্তানকে। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে রান বিবেচনায় এটিই ইংল্যান্ডের সবচেয়ে বড় ব্যবধানে জয়।

প্রথম ছয় ম্যাচ শেষে ৩-৩ সমতা থাকায় পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের সপ্তম ও শেষটি রুপ নেয় অঘোষিত ফাইনালে। লাহোরে অঘোষিত ফাইনালে তিনটি পরিবর্তন এনে টস জিতে প্রথমে বোলিং করতে নামে পাকিস্তান।

ব্যাট হাতে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট ও অ্যালেক্স হেলস। ৪ ওভারে ৩৯ রান তোলেন তারা।

পঞ্চম ওভারেই বিদায় ঘটে ইংল্যান্ডের দুই ওপেনারের। ওভারের প্রথম বলে হেলসকে ১৮ রানে লেগ বিফোর আউট করেন পেসার মোহাম্মদ হাসনাইন। আর নামের পাশে ২০ রান রেখে রান আউট হন আগের ম্যাচের হিরো সল্ট। দু’জনের ইনিংসেই ৩টি করে চার ছিল।

একই রানে ৩ বলের ব্যবধানে দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন ডেভিড মালান ও বেন ডাকেট। জুটি বেঁধেই দ্রুত রান তুলতে থাকেন তারা। ৯ ওভার শেষে দলের রান ৯৭তে নিয়ে যান মালান-ডাকেট। তবে দশম ওভারে রান আউটের ফাঁদে পড়ে কাটা পড়েন ডাকেট। ৩টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ৩০ রান করেন তিনি। তৃতীয় উইকেটে ৩১ বলে ৬২ রান যোগ করেন মালান-ডাকেট জুটি।

ডাকেটের বিদায়ের রান তোলায় ভাটা পড়ে ইংল্যান্ডের। পরের ১৭ বলে মাত্র ১টি ওভার বাউন্ডারি পায় ইংলিশরা। এর মাঝে ব্যক্তিগত ৩১ রানে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে বেঁচে যান মালান। জীবন পেয়ে আর পেছন ফিরে তাকাননি মালান। চার নম্বরে নামা হ্যারি ব্রুককে নিয়ে রানের গতি বাড়িয়ে ১৫ ওভার শেষে স্কোরশিট ১৪৯ নিয়ে যান মালান।

১৬তম ওভারে আবারও ক্যাচ ফেলেন বাবর। এবার ২৩ রানে জীবন পান ব্রুক। ১৭তম ওভারের তৃতীয় বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৩তম হাফ-সেঞ্চুরির দেখা পান মালান। এ জন্য ৩৪ বল খেলতে হয় তাকে। শেষ ৪ ওভারে ভয়ংকর রুপ নেন মালান ও ব্রুক। এ সময় ৫৫ রান তুলেন তারা।

১৭তম ওভারে ১৪, ১৮তম ওভারে ১৪, ১৯তম ওভারে ৭ রান ও মোহাম্মদ ওয়াসিমের করা শেষ ওভারে ২০ রান তুলেন মালান-ব্রুক। ফলে ২০ ওভারে ৩ উইকেটে ২০৯ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। চতুর্থ উইকেটে ৬১ বলে অবিচ্ছিন্ন ১০৮ রান যোগ করেন মালান ও ব্রুক। যার মধ্যে ৩২ বলে ৫২ রান অবদান ছিল মালানের। আর ২৯ বলে ৪৬ রান আসে ব্রুকের ব্যাট থেকে।

জয়ের জন্য ২১০ রানের বড় টার্গেট পায় পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০০ রানের টার্গেট তাড়া করে ম্যাচ জিতেছিল পাকরা। সেই সুখস্মৃতি নিয়ে নিজেদের ইনিংস শুরু করে শুরুতেই বড়সড় ধাক্কা খায় পাকিস্তান।

প্রথম ৮ বলের মধ্যে প্যাভিলিয়নে ফিরেন দলের দুই সেরা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। প্রথম ওভারের শেষ বলে ৪ রান করা বাবরকে বিদায় দেন পেসার ক্রিস ওকস। আর দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে দারুণ এক ডেলিভারিতে রিজওয়ানকে বোল্ড করেন পেসার রিচ টপলি। দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়া রিজওয়ান থামেন ১ রানে।

৫ রানে বাবর-রিজওয়ানকে হারানোর ধাক্কায় খাদের কিনারায় পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন তিন নম্বরে নামা শান মাসুদ। তৃতীয় উইকেটে ইফতেখার আহমেদকে নিয়ে ২৩ বলে ২৮ ও চতুর্থ উইকেটে খুশদিল শাহর সাথে দলকে ৪৩ বলে ৫৩ রান এনে দেন মাসুদ।

ইফতেখার ১৯ ও খুশদিল ২৭ রানে ফিরলেও অন্যপ্রান্ত আগলে রেখেছিলেন মাসুদ। পরের দিকে ব্যাটাররা মাসুদের সাথে বড় জুটি বা দ্রুত রান তুলতে পারেননি। এতে ১৫ ওভার শেষেই পাকিস্তানের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এ পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৯৯।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান করে ম্যাচ ও সিরিজ হারে পাকিস্তান। ৪৩ বলে ৪টি চার ও ১টি ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন মাসুদ। ইংল্যান্ডের ওকস ৩টি ও ডেভিড উইলি ২টি উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন মালান। আর সর্বমোট ২৩৮ রান করে সিরিজ সেরা হয়েছেন ব্রুক। সিরিজে সর্বোচ্চ ৩১৬ রান করেও খালি হাতে ফিরেন রিজওয়ান।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

সারা বছর না খেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলে স্টোকস-উড

সারা বছর না খেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলে স্টোকস-উড

এবার রেকর্ড সংগ্রহে পাকিস্তানকে হারালো ইংল্যান্ড

এবার রেকর্ড সংগ্রহে পাকিস্তানকে হারালো ইংল্যান্ড

রিজওয়ানের কাছে সতীর্থদের শিখতে বলছেন মঈন আলী

রিজওয়ানের কাছে সতীর্থদের শিখতে বলছেন মঈন আলী

২০০৫ সালে ‘পিচ ট্যাম্পারিং’ করেছিলেন শহীদ আফ্রিদি

২০০৫ সালে ‘পিচ ট্যাম্পারিং’ করেছিলেন শহীদ আফ্রিদি