বিশ্ব ক্রিকেটে আগামী ১০ বছর দাপট দেখাবেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন -এমনটাই মনে করেন দেশটির টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মিচেল মার্শ। তার মতে, বর্তমান সময়ের টি-টোয়েন্টি দলের পরিকল্পনাতে না থাকার পরও সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে সিরিজে যেভাবে খেলেছে, তাতে আরও ১০ বছর দাপটের সাথে খেলবে গ্রিন।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি পরিকল্পনার অংশ নন গ্রিন। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও নেই তিনি। অথচ ভারতের মাটিতে ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন গ্রিন।
ভারতের বিপক্ষে সিরিজে দলের বাইরে ছিলেন চার অভিজ্ঞ ক্রিকেটার। তার মধ্যে অটো চয়েস ওপেনার ডেভিড ওয়ার্নার ছিল বিশ্রামে। তাই মেইক শিপ্ট ওপেনার হিসেবে ইনিংস শুরু করেন গ্রিন।
মোহালিতে প্রথম ম্যাচে ওপেনার হিসেবে ৩০ বলে ৬১ রান করেন গ্রিন। গ্রিনের বিধ্বংসী ইনিংসের সুবাদে ওই ম্যাচে ২০৯ রানের টার্গেট স্পর্শ করে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া।
হায়দারাবাদে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আবারও ব্যাট হাতে ঝড় তুলেন গ্রিন। ২১ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। গ্রিনের এমন ব্যাটিংয়ের প্রশংসা করেছেন মার্শ। বলেছেন, “টি-টোয়েন্টিতে মাত্র ক্যারিয়ার শুরু। আগামী দশ বছর সে অনেক অর্থ উপার্জন করবে।”
গ্রিনের এমন বিধ্বংসী দেখে ক্রিকেটপ্রেমিরা অবাক হলেও বিস্মিত হননি মার্শ। কারণ, গ্রিনের প্রতিভা সর্ম্পকে ভালো জানেন সতীর্থরা। মার্শ বলেন, “বাইরের লোকজন বিস্মিত হতে পারে। তবে আমাদের কেউই অবাক হয়নি। সে দারুণ প্রতিভাবান ক্রিকেটার। তাকে আক্রমণাত্মক মুডে খেলতে বলা হয়।”
এছাড়া দলে জায়গা পাকা না হওয়ার পরও ভয়ডরহীন ক্রিকেটে খেলেছে গ্রিন -এমনটাই মনে করেন মার্শ। বলেন, “আমার আরও যা ভালো লেগেছে, সে মোটেই স্বার্থপরের মতো খেলে না। সে দারুণ দক্ষ, তবে একজন তরুণ ক্রিকেটার হিসেবে দলে এখনও জায়গা পাকা না হওয়ার পরও সে ভয়ডরহীন ক্রিকেটও খেলছে।”
মার্শ আরও বলেন, “তার দক্ষতার চাইতে এ জিনিসটাই বেশি চোখে পড়ে। এমন কেউ যখন দলে থাকে, তখন বোঝা যায় আমরা কতটা শক্তিশালী। এ কারণেই আমরা বর্তমান বিশ্বে চ্যাম্পিয়ন।”
স্পোর্টসমেইল২৪/আরএস