টি-টেনে খেলতে চুক্তি করেছেন হরভজন সিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২
টি-টেনে খেলতে চুক্তি করেছেন হরভজন সিং

আবারও মাঠে ফিরছেন হরভজন সিং। আবুধাবি টি-টেন লিগে দিল্লি বুলসের সঙ্গে চুক্তি করেছেন ভারতীয় কিংবদন্তি হরভজন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেট তারকা যুক্ত হলেন টি-টেন টুর্নামেন্টে।

টি-টেন কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, ইন্ডিয়ান লেজেন্ড হরভজন সিং দিল্লি বুলসের হয়ে খেলবেন সিজন সিক্সে।

চেন্নাই সুপার কিংসে হরভজনের সাবেক সতীর্থ, চ্যাম্পিয়ন ডোয়াইন ব্রাভো এ মৌসুমে দিল্লি বুলসকে নেতৃত্ব দেবেন। দুই বারের রানার্সআপ দিল্লি এবার ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে তরুণ তারকা। টিম ডেভিড, রহমানউল্লাহ গুরবাজ, উইল জ্যাকস, ডমিনিক ড্রেকস, ফজলহক ফারুকিরা।

ভারতের হয়ে ১০৩টি টেস্ট, ২৩৬টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হরভজন সিং। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৭১১টি উইকেট শিকার করেছেন তিনি। টেস্টে ভারতের হয়ে সর্বাধিক উইকেট সংগ্রাহকদের তালিকায় অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন এবং কপিল দেবের পর চতুর্থ স্থানে রয়েছেন হরভজন।

১৯৯৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া হরভজন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন।

দিল্লি বুলসের দল
ডোয়াইন ব্রাভো (আইকন), টিম ডেভিড, রহমানউল্লাহ গুরবাজ, রাইলি রুশো, ফজলহক ফারুকি, উইল জ্যাকস, নাজিবউল্লাহ জাদরান, ডমিনিক ড্রেকস, রিচার্ড গ্লেসন, কিমো পল, মিচেল স্ট্যানলি, সিরাজ আহমেদ, কারনাল জাহিদ, আয়ান খান, ইমাদ ওয়াসিম, জর্ডান কক্স ও হরভজন সিং।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টেনে দল পেলেন বাংলাদেশের চারজন, নেই তামিম-রিয়াদরা

টি-টেনে দল পেলেন বাংলাদেশের চারজন, নেই তামিম-রিয়াদরা

টি-টেন লিগের চিফ অপারেটিং অফিসার হলেন রাজীব খান্না

টি-টেন লিগের চিফ অপারেটিং অফিসার হলেন রাজীব খান্না

বাংলা টাইগার্সের কোচিংয়ে আফতাব-স্টনিয়ার, মেন্টর নাজমুল আবেদিন

বাংলা টাইগার্সের কোচিংয়ে আফতাব-স্টনিয়ার, মেন্টর নাজমুল আবেদিন

টি-টেনে বাংলা টাইগার্সের আইকন সাকিব

টি-টেনে বাংলা টাইগার্সের আইকন সাকিব