বিশ্বকাপে টাইগারদের ম্যানেজার থাকছেন না নাফিস ইকবাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২
বিশ্বকাপে টাইগারদের ম্যানেজার থাকছেন না নাফিস ইকবাল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজারের পদে আর থাকছেন না নাফিস ইকবাল খান। তার জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।  

মূলত বাংলাদেশ টাইগার্সের ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন নাফিস। তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার সাব্বির খান পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি।

এরপর থেকে টানা জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন তিনি। তবে দায়িত্ব নেওয়ার পর জিম্বাবুয়ে সিরিজ থেকে তার বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেন ক্রিকেটাররা। গুঞ্জন রয়েছে, নাফিসের বিরুদ্ধে ক্রিকেটারদের সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগ পেয়েছেন বিসিবি পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। 

তবে বিসিবির থেকে বলা হয়েছে নাফিসকে কারও অভিযোগে বাদ দেওয়া হয়নি। ক্রিকেট অপারেশন্স কমিটি তাকে বিশ্বকাপে নেওয়ার প্রয়োজন মনে করেনি বলেই পরিবর্তন আনা হয়েছে। 

বিসিবির এক নির্বাচক বিষয়টি নিশ্চিত করে স্পোর্টসমেইল২৪.কমকে বলেন, “অস্ট্রেলিয়া বিশ্বকাপে নাফিস ইকবালকে নেওয়া হচ্ছে না। তাকে বাদ বা সরিয়ে দেওয়া হচ্ছে বিষয়টি এমন না। ক্রিকেট অপারেশন্স বিভাগ মনে করছে তাকে নেওয়ার প্রয়োজন নেই।”

সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন নাফিস। এটাই ম্যানেজার হিসেবে তার শেষ সিরিজ হয়ে থাকলো। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রাবিদ ইমাম ভারপ্রাপ্ত ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর নতুন ম্যানেজার নিয়োগ দিতে পারে বিসিবি।ম্যানেজার হিসেবে চলতি বছরের অক্টোবরে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ হবে রাবিদ ইমামের প্রথম সিরিজ।

স্পোর্টসমেইল২৪/এসকেডি  



শেয়ার করুন :


আরও পড়ুন

টিকিট ছাড়া দেখা যাবে নারী এশিয়া কাপ

টিকিট ছাড়া দেখা যাবে নারী এশিয়া কাপ

সাব্বিরের এক ছক্কা দেখেই ‘সামর্থ্য’ বুঝে গিয়েছেন সিডন্স

সাব্বিরের এক ছক্কা দেখেই ‘সামর্থ্য’ বুঝে গিয়েছেন সিডন্স

জেতা ম্যাচ হারছি কিভাবে, মাথায় ঢুকছিল না: পাপন

জেতা ম্যাচ হারছি কিভাবে, মাথায় ঢুকছিল না: পাপন

আবারও শীর্ষস্থান হারালেন সাকিব

আবারও শীর্ষস্থান হারালেন সাকিব