বাটলারকে নিয়ে ঝুঁকি নিবে না ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২
বাটলারকে নিয়ে ঝুঁকি নিবে না ইংল্যান্ড

কাফ ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে চলমান সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জস বাটলার। ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের আশা ছিলো- সিরিজের মাঝামাঝি অবস্থায় পাওয়া যাবে তাকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাটলারকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ইংল্যান্ড।

ইংল্যান্ডের সাদা বলের প্রধান কোচ ম্যাথু মট জানিয়েছেন, ইনজুরি থেকে সুস্থ হতে এখনও পুনবার্সন প্রক্রিয়া চলছে বাটলারের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে নিয়ে কোন ঝুঁকি নিবে না দল।

পাকিস্তান-ইংল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি শেষে সংবাদমাধ্যমকে পট বলেন, ‘এখনও সুস্থতা থেকে কিছুটা দূরে বাটলার। সে এমন একজন খেলোয়াড় নয় যে, এই পর্যায়ে আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাই। বিশ্বকাপ খুব কাছাকাছি। এটি খুবই গুরুত্বপূর্ণ ইনজুরি।’

তিনি আরও বলেন, ‘সে (বাটলার) খেলার জন্য আগ্রহ দেখিয়েছে। কিন্তু আমরা শুধু চেষ্টা করবো এবং দেখবো কী করা যায়। হয়তো শেষ বা শেষ দুই ম্যাচে তাকে সুযোগ দেওয়া হতে পারে।’

চলতি বছরের গত আগস্টে দ্য হান্ড্রেড ক্রিকেটে ইনজুরিতে পড়েন বাটলার। তার জায়গায় পাকিস্তানের বিপক্ষে সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন মঈন আলি। প্রথম চার ম্যাচ শেষে সিরিজে এখন ২-২ সমতা বিরাজ করছে।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ‌‘প্লাস পয়েন্ট’ পিএসএল

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ‌‘প্লাস পয়েন্ট’ পিএসএল

ওয়াটসনের চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটার

ওয়াটসনের চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটার

আইপিএলের ১৫তম আসরে পুরষ্কার জিতলেন যারা

আইপিএলের ১৫তম আসরে পুরষ্কার জিতলেন যারা

৪৯৮, ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড

৪৯৮, ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড