অস্ট্রেলিয়ার সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও ছিটকে গেলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামী। এছাড়া অলরাউন্ডার দীপক হুদাও খেলতে পারবেন না আফ্রিকানদের বিপক্ষে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরা আরও বিলম্বিত হলো শামির। দলে থেকেও করোনা আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছিলেন অস্ট্রেলিয়া সিরিজ থেকে। সেই করোনা থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় আফ্রিকা সিরিজেও তাকে পাচ্ছে না ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় নাম আছে শামির। চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ বোলিং করেছেন তিনি। বিশ্বকাপে তাকে দলে না রাখায় ভারতীয় ক্রিকেট মহলে সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনার।
অন্যদিকে পিঠের চোটে পড়েছেন অলরাউন্ডার দীপক হুদা। আফ্রিকা সিরিজে তার না খেলার সম্ভাবনাই বেশি। তবে হুদার ব্যাপারে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এখন নিশ্চিত করে কিছু জানায়নি।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রয়েছেন দীপক হুদা। অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
শামির জায়গায় আগের সিরিজে দলে ফেরা উমেশ যাদবই রয়েছেন দলে। এছাড়া স্পিনার শাহবাজ আহম্মেদ ও ব্যাটার শ্রেয়াস আয়ারকে দলে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই। তবে তার মূল দলে না রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকবেন সেটা নিশ্চিত করেনি তারা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। বুধবার (২৮ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হব দল দু’টি। এরপর ২ ও ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ অক্টোবর। বাকি দুই ওয়ানডে হবে ৯ ও ১১ অক্টোবর। এই সিরিজ খেলেই বিশ্বকাপের জন্য উড়াল দিবে ভারত।
স্পোর্টসমেইল২৪/এসকেডি