পাকিস্তানের হার মানতে পারেন না রমিজ রাজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২
পাকিস্তানের হার মানতে পারেন না রমিজ রাজা

ফাইল ফটো

পাকিস্তান ক্রিকেট দলের কোনো হার মেনে নিতে পারেন না দেশটির ক্রিকেট বোর্ড সভাপতি ও সাবেক খেলোয়াড় রমিজ রাজা। সব ম্যাচই জিতেতে হবে -দলকে এমন বার্তা দিয়েছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তৃণমূল খেলোয়াড় উন্নয়ন কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে রাজা এ কথা জানিয়েছেন।

সদ্য এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে পাকিস্তান ক্রিকেট দল হেরে গিয়েছে। শিরোপা জয়ের অন্যতম দাবিদার ছিল পাকিস্তান। তবে লঙ্কানদের পরিকল্পনার কাছে হার মানে তারা। এশিয়া কাপ শেষে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। ইইতমধ্যে চার ম্যাচ শেষে ২-২ সমতা বিরাজ করছে।

পাকিস্তানের হার নিয়ে রমিজ বলেন, ‘আমি আমার দলকে বলেছি, আমাদের জিততেই হবে। বিষয়টা খুব সহজ, কারণ মানুষ আমাদের সব সময় জিততে দেখতে চায়। তাই, দল হেরে গেলে আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমি হারতে অপছন্দ করি।’

পাকিস্তানকে হারতে দেখলে ভয়ঙ্কর চিন্তা-ভাবনা মনের মধ্যে ঘুরপাক খায় রমিজের। সেটি অকপটে বললেন তিনি। বলেন, ‘পাকিস্তানকে হারতে দেখলে আমার চারপাশের লোকজনকে মারতে ইচ্ছা করে। দর্শক হিসেবে আমি আসলে ভালো নই। আমি সবার প্রতি খারাপ আচরণ করি। এ জন্য আমাকে বাসায় বকা শুনতেও হয়।’

পাকিস্তানের দলকে রমিজ আরও বলেন, হার তাদের জন্য কোন বিকল্প নয়। কারণ ক্রিকেটই পাকিস্তানকে ঐক্যবদ্ধ করে এবং মানুষের মুখে হাাসি ফোটায়। এটাই একমাত্র খেলা যা পাকিস্তানের জনগণের মুখে হাসি ফিরিয়ে আনতে অবদান রাখে। এটি জাতির মনোবলকে চাঙ্গা করে।

স্পোর্টসমেইল২৪/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের রেকর্ড দখলে নিল ভারত

পাকিস্তানের রেকর্ড দখলে নিল ভারত

ত্রিদেশীয় সিরিজ: উদ্বোধনী ম্যাচে খেলবে বাংলাদেশ ও পাকিস্তান

ত্রিদেশীয় সিরিজ: উদ্বোধনী ম্যাচে খেলবে বাংলাদেশ ও পাকিস্তান

এবার রেকর্ড সংগ্রহে পাকিস্তানকে হারালো ইংল্যান্ড

এবার রেকর্ড সংগ্রহে পাকিস্তানকে হারালো ইংল্যান্ড

২০০৫ সালে ‘পিচ ট্যাম্পারিং’ করেছিলেন শহীদ আফ্রিদি

২০০৫ সালে ‘পিচ ট্যাম্পারিং’ করেছিলেন শহীদ আফ্রিদি