সংযুক্ত আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজি লিগ টি টেনের ড্রাফটে নাম উঠেছে বাংলাদেশি অলরাউন্ডার আফিফ হোসেনের। এর আগে ওপেনার তামিম ইকবাল ও পেসার মোস্তাফিজুর রহমানের নামও উঠেছে এই লিগের ড্রাফটে।
আফিফ অবশ্য এবারই নতুন নয়। এর আগেই টি টেন লিগে খেলেছেন। বাংলাদেশী মালিকানার দল বাংলা টাইগার্সের হয়ে খেলেছিলেন। তাদের আইকন খেলোয়াড়ও ছিলেন এই বাহাতি অলরাউন্ডার।
এবার বাংলাদেশ থেকে টি-টেন লিগে দেখা সাকিব আল হাসান’কেও। বাংলা টাইগার্স ড্রাফটের আগেই তাকে দলে ভিড়িয়েছে। দলটির আইকন খেলোয়াড়ও তিনি। এমনকি বাংলা টাইগার্সের অধিনায়কত্বের ভারও তুলে দেওয়া হয়েছে সাকিবের কাঁধে।
চলতি বছরের ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবারের ড্রাফট। এরপরই নিশ্চিত হওয়া যাবে তামিম, মোস্তাফিজ এবং আফিফ কোন দলের খেলবেন এবারের টি-টেন আসরে।
এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি দল। তারা হলো- বাংলা টাইগার্স, ডেকান গ্ল্যাডিয়েটর্স, নর্দার্ন ওয়ারিয়র্স, টিম আবুধাব, দিল্লি বুলস ও চেন্নাই ব্রেভস।
চলতি বছরের ২৩ নভেম্বর শুরু হবে টি-টেন লিগের এবারের আসর। এরপর ৪ ডিসেম্বর অনুষ্টিত হবে টুর্নামেন্টটির ফাইনাল।
স্পোর্টসমেইল২৪/এসকেডি