পাকিস্তানে চলছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা। লক্ষ্যাধিক মানুষ তাদের বাসস্থান হারিয়েছে। ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে প্রায় হাজার কোটি রুপির বেশি। বাসস্থান হারানো বেশিরভাগ পাকিস্তানির আশ্রয় হয়েছে করাচিতে।
১৭ বছর পর পাকিস্তান সফর করছে ইংল্যান্ড। করাচিতেই মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান।
বন্যার্তদের দুঃসময়ে তাদের জন্য একটু আনন্দের উপলক্ষ্য এনে দিতে দারুণ এক উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। করাচিতে অনুষ্ঠিত ইংল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের চার ম্যাচ বন্যার্তদের জন্য ফ্রি দেখার ব্যবস্থা করেছে তারা।
বন্যার্তদের ফ্রি খেলা দেখার বিষয়ে নিশ্চিত করেছেন পাকিস্তানের স্পেশাল সিকিউরিটি ইউনিটের ডিআইজি মাকসুদ মেনন।
তিনি বলেন, “আমরা পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার সাথে কথা বলেছি। তারা বন্যা আক্রান্ত ব্যক্তিদের স্টেডিয়ামের বিনামূল্যে প্রবেশের অনুমতি দিচ্ছে। তারা অনেক কঠিন সময় পার করছে। স্টেডিয়ামে ঢুকে খেলা দেখতে পারলে তারা মুখে হাসি ফুটতে পারে।”
প্রথম চার ম্যাচ করাচিতে হওয়ার পর সিরিজের বাকি তিন ম্যাচে লাহোরে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড।
পাকিস্তানের পৌঁছানো মাত্র ইংল্যান্ড দলকে কঠোর নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে। ইংলিশ ক্রিকেটারদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে করাচি পুলিশের প্রধান জাভেদ আলম অধো বলেন, “ ইংল্যান্ড দলকে আমরা শতভাগ নিরাপত্তা দিচ্ছি। আমরা ইংলিশ টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি। তারা সবাই নিরাপত্তা নিয়ে খুশি।”