সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তান অবস্থান করছে ইংল্যান্ড দল। সিরিজটিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে ইংল্যান্ড দল। স্বাগতিকদের বিপক্ষে সিরিজটি শুরু হওয়ার দুইদিন আগে ইতিহাস গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন ইংলিশদের হেড কোচ ম্যাথিউ মট।
পকিস্তানের বিপক্ষে ইংলিশদের সাত ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর)। করাচিতের ওই ম্যাচ শুরুর দুইদিন আগে ইংলিশদের কোচ বলেন, “আমি পুনর্নির্মাণ শব্দকে ঘৃণা করি। তবে আমাদের ক্রিকেটে কিছু বিভাগে কাজ করার দরকার রয়েছে। আমরা স্বল্পমেয়াদি কিছু করতে চাচ্ছি না, বরং এ দলটি নিয়ে আমরা ইতিহাস গড়তে চাই।”
চলতি বছরের মে মাসে সংক্ষিপ্ত ফরমেটে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন ম্যাথিউ মট। এরপর তার অধীনে নেদারল্যান্ডস, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেছে ইংল্যান্ড ক্রিকেট দল।
নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেও ভারতের কাছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে ইংল্যান্ড। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ ১-১ এ ড্র করলেও সেখানেও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ইংলিশরা। অথচ, সিরিজগুলো ইংল্যান্ডের মাটিতেই অনুষ্ঠিত হয়েছে।
ঘরের মাঠে হারের ইতিহাস গড়লেও এবার পাকিস্তান সফরে ইংল্যান্ডের সামনে সুযোগ রয়েছে অতীতের দুঃস্মৃতি ভুলে যাওয়ার। সেই ভাবনা থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং ভবিষ্যতের কথা চিন্তা করে নতুন খেলোয়াড়দেরও সুযোগ দিতে চান ইংল্যান্ড কোচ।
এদিকে, পাকিস্তানের বিপক্ষে এ সিরিজের মাধ্যমে ইনজুরি থেকে ফিরে ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে পেসার মার্ক উড এবং ক্রিস ওকসের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে খুব সতর্কভাবে ম্যাচে তাদের ব্যবহার করতে চান মট। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে এমন বার্তাই দিয়েছেন তিনি।
২০০৫ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে গেছে ইংল্যান্ড ক্রিকেট দল। তবে সিরিজের শুরুর দিকের কিছু ম্যাচে ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক জস বাটলারকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে, তাকে না পাওয়া ম্যাচগুলোতে অধিনায়কত্ব করবেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড ক্রিকেট দল এখন পর্যন্ত ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যেখানে ১৩টি জয়ের বিপরীতে ৬টি হারের স্বাদ নিয়েছে ইংল্যান্ড। অর্থাৎ, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামছে ইংলিশরা।
স্পোর্টসমেইল২৪/আরএস