জিমে আঘাত পেয়েছেন মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২২
জিমে আঘাত পেয়েছেন মুশফিক

বিশ্বকাপের দল ঘোষণার আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ফলে বিশ্বকাপ দলেও নেই তিনি। তবে নিজের ফিটনেস ঠিক রাখতে মিরপুরে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন মুশফিক। সেখানেও দুঃসংবাদ পেলেন এ উইকেটরক্ষ ও ব্যাটার।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের জিমে শারীরিক কসরত করার সময় বাঁ পায়ে আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম। আঘাতে কেঁটে যাওয়ায় পায়ে সেলাইও দিতে হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) জিমে অনুশীলনে সময় এ আঘাত পান মুশফিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে স্পোর্টসমেইল২৪.কম বিষয়টি নিশ্চিত হয়েছে।

আন্তজার্তিক টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর

জানা গেছে, শনিবার জিমে অনুশীলনের সময় বাঁ পায়ে আঘাত পান মুশফিকুর রহিম। খুব বড় আঘাত না হলেও প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেওয়া হলে আঘাতে কেটে যাওয়ার স্থানে সেলাই দিতে হয়েছে। চিকিৎসকরে পরামর্শে কমপক্ষে দুই সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে।

সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মুশফিকুর রহিম। গ্রুপ পর্ব থেকে দল বিদায় নেওয়া বাজে পারফর্ম্যান্স নিয়ে সমালোচনা শুরু হলে টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নেন তিনি।

টি-টোয়েন্টিতে ‘ছন্দহীন’ মুশফিকের আদ্যোপান্ত

এশিয়া কাপ দেশে ফিরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। এরপর মাঝে কয়েকদিনের বিরতি দিয়ে আবারও মাঠের অনুশীলন শুরু করেন বাংলাদেশ ক্রিকেট দলের এ অভিজ্ঞ ব্যাটার।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

এ দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল‍্যায়ন হয় না: রিয়াদের স্ত্রী

এ দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল‍্যায়ন হয় না: রিয়াদের স্ত্রী

মুশফিক এশিয়া কাপের মধ্যেই বিদায় বললে খারাপ হতো না: রাজ্জাক

মুশফিক এশিয়া কাপের মধ্যেই বিদায় বললে খারাপ হতো না: রাজ্জাক

মুশফিকের অবসরে ‌‘চুপচাপ’ সাকিব!

মুশফিকের অবসরে ‌‘চুপচাপ’ সাকিব!

মুশফিকের অবসরে ‌‘আবেগাপ্লুত’ সতীর্থরা

মুশফিকের অবসরে ‌‘আবেগাপ্লুত’ সতীর্থরা