বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারবেন না জাহানারা আলম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২
বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারবেন না জাহানারা আলম

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন বাংলাদেশ দলের অন্যতম পেসার জাহানারা আলম। অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন তিনি। পরে জাহানারার হাতে দুটি সেলাই দিতে হয়েছে। এছাড়া করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ায় ঘরবন্দি আইসোলেশনে রয়েছেন দলের ব্যাটার ফারজানা হক।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এসব তথ্য জানানো হয়েছে।

জানানো হয়, আবু ধাবিতে বৃহস্পতিবার অনুশীলনে চোটে পড়েন জাহানারা। পরে ডানহাতি এ পেসারের ডানহাতে দুটি সেলাই দিতে হয়েছে। জাহানারা এবং ফারজানার পরিবর্তে ফারিহা ইসলাম তৃষ্ণা এবং সোহেলি আক্তারকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে। শনিবার তারা দলের সঙ্গে যোগ দেবেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ উইকেট শিকারি একমাত্র পেসার জাহানারা। ৭১ ম্যাচে তিনি ৫৫টি উইকেট শিকার করেছেন। টি-টোয়েন্টিতে হাজার রান করা বাংলাদেশের একমাত্র ব্যাটার ফারজানা, তার রান সংখ্যা ১০৬৪।

এদিকে, জাহানারার বদলে সুযোগ পাওয়া তৃষ্ণা এখনও কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। তার ক্রিকেট ক্রিকেট ক্যারিয়ারে ৫টি ওয়ানডে খেলার রেকর্ড রয়েছে। ২০ বছর বয়সী বাঁহাতি এ পেসারের উইকেট শিকারের সংখ্যা ৫টি।

এছাড়া ফারজানায় পরিবর্তে দলে যুক্ত হওয়া সোহেলি আক্তার দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৪ সালের পর আরও কোনো আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি তিনি। দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে ফিরলেন সোহেলি।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক) , মোসা. শারমিন আক্তার সুপ্তা, শামিমা সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা, সোহেলি আক্তার পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা আক্তার, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, শানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

হালচাষ থেকে বিশ্বমঞ্চে চলা মারুফার আদর্শ হার্দিক পান্ডিয়া

হালচাষ থেকে বিশ্বমঞ্চে চলা মারুফার আদর্শ হার্দিক পান্ডিয়া

অচেনা কন্ডিশনেও নিজেদের ফেভারিট ভাবছেন নিগার সুলতানা জ্যোতি

অচেনা কন্ডিশনেও নিজেদের ফেভারিট ভাবছেন নিগার সুলতানা জ্যোতি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দল ঘোষণা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দল ঘোষণা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব চূড়ান্ত, ‘কঠিন’ গ্রুপে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব চূড়ান্ত, ‘কঠিন’ গ্রুপে বাংলাদেশ