দুবাইয়ে টাইগারদের অনুশীলন ক্যাম্প, খেলবেন ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২

টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরামের নেতৃত্বে ঢাকায় অনুশীলন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে বিশ্বকাপ দল নিয়ে দেশের বাইরে ক্যাম্প করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি। অবশেষে নির্ধারিত হলো সেই ক্যাম্পের ভেন্যু। দুবাইয়ে অনুষ্ঠিত হবে টাইগারদের বিশ্বকাপ ক্যাম্প। একই সাথে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাত ক্রিকেটে বোর্ডের পক্ষ থেকে ভেন্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার আগে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন সুজন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হয়।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ক্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে বাকি দলটি হলো পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের আগে ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অনুশীলন ক্যাম্পে যোগ দিতে দুবাইয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ দল। এরপর অনুশীলনের ফাঁকে ২৫ ও ২৭ সেপ্টেম্বর দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ বিশ্বকাপ দল।

ঘরের মাঠে তিনদিনের ক্যাম্পে ছিলেন না সাকিব আল হাসান। তবে দুবাইয়েও অনুশীলন এবং দুই ম্যাচের সিরিজে অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার বিষয়ে সাকিব আগে থেকেই ছুটি নিয়ে রেখেছেন।

বৃহস্পতিবার বিসিবির সিইও বলেন, ‍“কন্ডিশনের চেয়েও গুরুত্বপূর্ণ হলো… এখানে আবহাওয়ার কারণে খুব একটা সুযোগ আমরা পাইনি প্র্যাকটিসের। এ বিষয়গুলো বিবেচনা করেই টিম ম্যানেজমেন্ট এ পরিকল্পনা করেছে। কন্ডিশনের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, ম্যাচ পরিস্থিতি এবং অন্যান্য যে অনুশীলন সুবিধা দুবাই স্পোর্টস সিটিতে আছে, সেগুলো আমরা কাজে লাগাতে পারবো।”

দুবাইয়ের সুযোগ-সুবিধা ব্যবহারের পাশাপাশি টাইগারদের এ ক্যাম্পকে ঘিরে টিম ম্যানেজমেন্টের বিশেষ পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। বলেন, “শুধু যে ওখানকার সুযোগ-সুবিধার জন্যই যাওয়া হচ্ছে, তা নয়। আরও কিছু পরিকল্পনা তো আছে। সব ব্যাপারগুলো ওভাবে সামনে না এনে আমাদের ফোকাস থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে পুরোপুরি তৈরি করা।”

ক্যাম্প করতে দুবাই গেলেও ট্রাইনেশন সিরিজে আগে আবারও দেশে ফিরবে বাংলাদেশ দল। জানা গেছে, ২৮ সেপ্টেম্বর দেশে ফেরার পর ত্রিদেশীয় সিরিজ খেলতে ২ অক্টোবর ক্রাইস্টচার্চে পৌঁছবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ টি-টোয়েন্টি দল। সেখান থেকেই বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবে বাংলাদেশ দল।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

মাহমুদউল্লাহকে বিদায়ের ‘প্রস্তাব দিয়েছিল’ বিসিবি!

মাহমুদউল্লাহকে বিদায়ের ‘প্রস্তাব দিয়েছিল’ বিসিবি!

মাহমুদউল্লাহ রিয়াদকে রেখেই বিশ্বকাপে বাংলাদেশ

মাহমুদউল্লাহ রিয়াদকে রেখেই বিশ্বকাপে বাংলাদেশ

অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য টাইগারদের দল ঘোষণা

অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য টাইগারদের দল ঘোষণা

বিশ্বকাপে ‌‘খোলা মন’ নিয়ে যাবে বাংলাদেশ

বিশ্বকাপে ‌‘খোলা মন’ নিয়ে যাবে বাংলাদেশ