বিশ্বকাপ জয়ী ভারতীয় উথাপ্পার অবসর ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২

সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের ব্যাটার রবিন উথাপ্পা। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম আসরে চ্যাম্পিয়ন ভারতের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী উথাপ্পা।

২০ বছরের ক্যারিয়ারের ইতি ঘটলো উথাপ্পার। টুইটে নিজের অবসরের কথা জানাতে গিয়ে উথাপ্পা লিখেন, ‘আমার রাজ্য কর্নাটক ও দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সব থেকে বড় সম্মানের। সব ভালোরই একটা শেষ আছে। কৃতজ্ঞতার সাথে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা জানাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ।’

২০০৬ সালে ভারতের হয়ে ওয়ানডে দিয়ে অভিষেক হয় উথাপ্পার। পরের বছর ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে খেলেন উথাপ্পা। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচেই ৩৯ বলে ৫০ রানের দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি।

আসরে ব্যাট হাতে ৬ ইনিংসে ১১৩ রান করেছিলেন উথাপ্পা। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা জিতে ভারত। ২০১৫ সালে ভারতের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন উথাপ্পা। দেশের হয়ে ১৩টি টি-টোয়েন্টিতে ১টি হাফ-সেঞ্চুরিতে ২৪৯ রান করেন তিনি। ভারতের হয়ে ৪৬টি ওয়ানডে খেলেছেন উথাপ্পা। ৬টি হাফ-সেঞ্চুরিতে ৯৩৪ রান করেন তিনি।

২০০৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা শুরু করেন উথাপ্পা। আইপিএলে দু’বার ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন তিনি। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে ও ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল জিতেছেন এই ডান-হাতি ব্যাটার।

আইপিএলে ২০৫টি ম্যাচ খেলে ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৫২ রান করেন উথাপ্পা। প্রতিযোগিতায় এখন পর্যন্ত সর্বোচ্চ রান করা ব্যাটারদের তালিকায় নবম স্থানে আছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

চার অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই ভারত সফরে অস্ট্রেলিয়া

চার অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই ভারত সফরে অস্ট্রেলিয়া

স্বপ্না-কৃষ্ণাদের ভূয়সী প্রশংসায় ভারতীয় কোচ সুরেন চ্ছেত্রি

স্বপ্না-কৃষ্ণাদের ভূয়সী প্রশংসায় ভারতীয় কোচ সুরেন চ্ছেত্রি

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা

বহু প্রতীক্ষার কোহলির ‘বিশেষ’ সেঞ্চুরি, বদলে যাবে অনেক কিছু

বহু প্রতীক্ষার কোহলির ‘বিশেষ’ সেঞ্চুরি, বদলে যাবে অনেক কিছু