আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের সহ-অধিনায়ক ও ব্যাটিং ভরসা র্যাচেল হেইন্স। ৩৫ বছর বয়সী অস্ট্রেলিয়ার এ নারী ক্রিকেট তারকা আগামী বিগ ব্যাশ শেষে খেলোয়াড়ী জীবনকে পুরোপুরিভাবে বিদায় জানাবেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা নেন র্যাচেল হেইন্স। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর দেশের হয়ে ৬টি টেস্ট, ৭৭টি ওয়ানডে এবং ৮৪টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
৭১ ওয়ানডে ক্যারিয়ারে ২টি সেঞ্চুরি এবং ১৯ ফিফটি রয়েছে র্যাচেল হেইন্সের। এ ফরম্যাটে ব্যাট হাতে ৩৯.৭২ গড়ে তিনি মোট করেছেন ২ হাজার ৫৮৫। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে ৫৬ ইনিংসে ২৬.৫৬ গড়ে ৮৫০ এবং ৬টি টেস্টে তার রান সংখ্যা ৩৮৩।
২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকেই সাত নম্বরে ব্যাট করতে নেমে ৯৮ রানের ইনিংস খেলেছিলেন র্যাচেল হেইন্স। অভিষেক ম্যাচেই ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলন অস্ট্রেলিয়ার এ নারী ক্রিকেট তারকা। শুধু তাই নয়, চলতি বছরের জানুয়ারিতে সর্বশেষ টেস্টে ইংলিশদের বিপক্ষে ৮৬ রানের ইনিংস খেলেন হেইন্স।
২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত টানা খেলার পর জাতীয় দলে জায়গা হারান তিনি। এরপর ২০১৬ সালে ক্রিকেট ছেড়ে দেওয়ার কথাও ভাবলেও দলের কয়েকজনের ইনজুরিতে পড়ায় ২০১৭ সালে আবারও জাতীয় দলে সুযোগ পান হেইন্স। এবার নতুন রূপে নিজের ক্যারিয়ার সাজান তিনি।
সদ্য অবসর নেওয়া র্যাচেল হেইন্স দলের নেতৃত্বও দিয়েছেন। নানা সময়ে নিয়মিত অধিনায়ক মেগ ল্যানিংয়ের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া জাতীয় দলের ১৪টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও রয়েছে তার নামের পাশে।
স্পোর্টসমেইল২৪/আরএস