পাকিস্তানের পরাজয়ে আফগানিস্তানে উল্লাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২২
পাকিস্তানের পরাজয়ে আফগানিস্তানে উল্লাস

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হেরে গেছে পাকিস্তান। ফলে ষষ্ঠবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে লঙ্কানরা। এ পরাজয়ে তৃতীয়বার শিরোপা স্পর্শ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। এদিকে, বাবর আজমদের হারে খুশি আফগানিস্তানে হয়েছে আনন্দ-উল্লাস।

ফাইনাল শেষ হওয়ার পরপরই আফগানিস্তানের রাস্তায় নেমে উল্লাসে ফেটে পড়েন দেশটির হাজার হাজার ক্রিকেট ভক্ত-সমর্থক। গায়ের জামা খুলে আকাশের দিকে মারতে থাকে ও নাচতে থাকেন কিছু সমর্থক। আবার সেই আনন্দ উল্লাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েও দেন তারা। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

আফগানদের উল্লাসের ভিডিও টুইট করেন শ্রীলঙ্কায় নিযুক্ত আফগান রাষ্ট্রদূত এম আশরাফ হায়দরি। টুইট করে তিনি লিখেন, ‘শ্রীলঙ্কার জয় বিশ্বজুড়ে উদযাপন করছে আফগানরা। এটি খোস্তের একটি দৃশ্য শুধুমাত্র। সন্ত্রাসবাদের বিপক্ষে, গণতন্ত্র এবং বহুত্ববাদের প্রতীক খেলা। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বন্ধুত্ব আরও সুদৃঢ় হোক।’

পাকিস্তানকে খোঁচা মেরে এবং জয়ের জন্য শ্রীলঙ্কাকে অভিনন্দন জানিয়ে কিছু আফগান সমর্থক টুইটও করে। একজন লিখেন, ‘শ্রীলঙ্কাকে অভিনন্দন এবং ধন্যবাদ। আমাদের খুশি করেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার এ জয় উদযাপন করছে আফগানিস্তানিরা।’

টুইটারে আরও একজন লিখেন, ‘এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে একবার হারিয়েছি আমরা। আর পাকিস্তানকে দু’বার হেরেছে তোমাদের (শ্রীলঙ্কা) কাছে।’

সুপার ফোরে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। ম্যাচে আফগানিস্তান ১ উইকেটে হারার পরই মাঠের বাইরে গ্যালারিতে মারামারিতে জড়িয়েছিলেন দু’দেশের সমর্থকরা।

অপ্রীতিকর ঘটনা শুধুমাত্র মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তা মাঠের বাইরে ছড়িয়েছে। গ্যালারিতেও মারামারিতে লিপ্ত হয়েছিলেন পাকিস্তান ও আফগানিস্তানের সমর্থকরা। ওই ঘটনায় পরিপ্রেক্ষিতে ৩৯১ জন আফগান সমর্থককে গ্রেফতার করে আরব আমিরাত পুলিশ।

এছাড়া আফগানিস্তানের সমর্থকদের তিন হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৭৭ হাজার টাকার বেশি) জরিমানাও করা হয়েছে।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে এশিয়ার ষষ্ঠ শিরোপা শ্রীলঙ্কার

পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে এশিয়ার ষষ্ঠ শিরোপা শ্রীলঙ্কার

এশিয়া কাপ জয়ে শ্রীলঙ্কা পেল দেড় কোটি টাকা

এশিয়া কাপ জয়ে শ্রীলঙ্কা পেল দেড় কোটি টাকা

এশিয়া কাপে সর্বোচ্চ রানের মালিক রিজওয়ান

এশিয়া কাপে সর্বোচ্চ রানের মালিক রিজওয়ান

নিজের ঘাড়ে হারের দায় নিলেন শাদাব খান

নিজের ঘাড়ে হারের দায় নিলেন শাদাব খান