প্রথম জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন অলরাউন্ডার সিকান্দার রাজা। আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন তিনি। রাজা প্রথম জিম্বাবুইয়ান ক্রিকেটার, যিনি এই পুরষ্কার জিতলেন।
আগস্ট মাসের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে রাজা পিছনে ফেলেছেন ইংলিশ টেস্ট অধিনায়ক বেন স্টোকস ও নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারকে।
আইসিসি মাস সেরা ক্রিকেটারের পুরষ্কার জিতে নিজেকে সম্মানিত মনে করছেন রাজা। শেষ তিন মাসে ড্রেসিংরুমে থাকা সতীর্থ ও কোচিং প্যানেলের সদ্যস্যদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন তিনি।
রাজা বলেন, ‘আমি সত্যিই আইসিসিসি মাস সেরা পুরষ্কার জিতে সম্মানিত বোধ করছি। এবং সেই সম্মান আরও বেড়ে গেছে প্রথম জিম্বাবুইয়ান হিসেবে এ পুরষ্কার জেতায়। আমি শেষ তিন মাস ড্রেসিংরুমে আমার সঙ্গে থাকা সতীর্থ ও কোচদের ধন্যবাদ জানাতে চাই।”
Unveiling the ICC Men's Player of the Month for August 2022 ????
— ICC (@ICC) September 12, 2022
He is the first from his country to win the award ⬇️
চলতি বছরের আগস্ট মাসটা ব্যাট হাতে স্বপ্নের মতো কাটিয়েছেন রাজা। প্রথমে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে টানা ফিফটি। এরপর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে টানা দুই সেঞ্চুরি। দুই ম্যাচেই জিম্বাবুয়েকে খাদের কিনারা থেকে উদ্ধার করে জয়ের বন্দরে পৌছে দিয়েছেন অপরাজিত সেঞ্চুরি করে।
রাজার ব্যাটে ভর করেই বাংলাদেশের বিপক্ষে ৯ বছরের দীর্ঘ সময় পর ওয়ানোডে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। এরপর ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আরও একটি দুর্দান্ত সেঞ্চুরি করেন রাজা। যদিও তার দল হোয়াইটওয়াশ হয়েছে কিন্তু পুরো ক্রিকেট বিশ্ব রাজাকে বাহবা দিয়েছে তার সেঞ্চুরির জন্য।
ব্যাট হাতে অবিশ্বাস্য একটা মাস কাটানোর পুরষ্কারও পেয়ে গেলেন রাজা। যে পুরষ্কারে ইতিহাসও সৃষ্টি হলো। ফলে রাজার বৃহপ্সতি যে এখন তুঙ্গে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
স্পোর্টসমেইল২৪/এসকেডি