ফাইনালের আগে নিয়ম রক্ষার ম্যাচে আগে বোলিং করবে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২২
ফাইনালের আগে নিয়ম রক্ষার ম্যাচে আগে বোলিং করবে শ্রীলঙ্কা

ফাইনালের আগে চলতি এশিয়া কাপে আরও একবার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। নিয়ম রক্ষার এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাশুন শানাকা।

সুপার ফোরের এই শেষ ম্যাচে একাদশে দুইটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। আসালাঙ্কার জায়গায় ডানহাতি ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা এবং পেসার  আসিথা ফার্নান্দো'র জায়গায় তরুণ বোলার প্রামুদ মাদুসানা সুযোগ পেয়েছেন একাদশে।

অন্যদিকে নিছক নিয়মরক্ষার ম্যাচে বেঞ্চ পরীক্ষার দিকে এগিয়েছে পাকিস্তানও। আফগান ম্যাচের নায়ক নাসিম শাহ ও লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খানকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

তাদের জায়গায় পাকিস্তানের একাদশে সুযোগ পেয়েছেন পেসার হাসান আলি ও লেগ স্পিনার ওসমান কাদির। দু'জনেই এই প্রথম এবারের এশিয়া কাপে মাঠে নামছেন।

দুই দল'ই এশিয়া কাপের সুপার ফোর পর্বে টানা দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে আগেই। ফলে এই ম্যাচে তাদের নিজেদের পরখ করে নেওয়ার ভালো সুযোগ পাচ্ছে।

এশিয়া কাপের আসরে এখন পর্যন্ত ১৫বার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ১০ জয় নিয়ে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে পাকিস্তান পেয়েছে পাঁচ জয়। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

ফরিদ-আসিফকে শাস্তি দিলো আইসিসি

ফরিদ-আসিফকে শাস্তি দিলো আইসিসি

দুই ছক্কার সেই ব্যাট নিলামে তুলছেন পাকিস্তানের নাসিম

দুই ছক্কার সেই ব্যাট নিলামে তুলছেন পাকিস্তানের নাসিম

নিষিদ্ধ হলেন নেপাল অধিনায়ক লামিছানে

নিষিদ্ধ হলেন নেপাল অধিনায়ক লামিছানে

কোহলির সেঞ্চুরি, জয় নিয়ে ভারতের বিদায়

কোহলির সেঞ্চুরি, জয় নিয়ে ভারতের বিদায়