নিষিদ্ধ হলেন নেপাল অধিনায়ক লামিছানে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২২

নেপাল জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সন্দ্বীপ লামিছানেকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট অ্যাসোসিয়েশন। লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ে হওয়ার পর জরুরি সভা ডেকে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর ) এক বিবৃতিতে লামিছানেকে নিষিদ্ধ করার বিষয়ে নিশ্চিত করেছে নেপাল  ক্রিকেট অ্যাসোসিয়েশন। 

এর আগে মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) নেপালের ১৭ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের অভিযোগে অভিভাবক সঙ্গে নিয়ে লামিছানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপরই দ্রুত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নেপাল পুলিশ।

মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালেও পাঠানো হয়। এরপর নেপালের কাঠমান্ডু জেলা আদালত লামিছানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। এরপরই তাকে নিষিদ্ধের ঘোষণা দেয় দেশটির সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। 

এর আগে নেপাল পুলিশ জানায়, চলতি বছরের ২১ আগস্ট এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ওই কিশোরী। ভুক্তভোগী কিশোরী লামিছানের ভক্ত ছিলেন। হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপিচ্যাটে নিয়মিত কথা হওয়ার ফলে দু’জনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।

ধর্ষণের অভিযোগ লামিছানের বিরুদ্ধে

দেখা করার পর  দু’জনে মিলে নেপালের নাগরকোটের উদ্দেশ্যে ঘুরতে বের হন।। সেখান যাওয়ার পর দ্রুত হোস্টেলে ফেরার জন্য লামিছানেকে তাড়া দিতে থাকেন মেয়েটি। তবে তার কথায় লামিছানে কান না দেওয়ায় ফিরতে অনেকটা দেরী হয়ে যায়।

এরপর মেয়েটির হোস্টেল বন্ধ হয়ে গেলে স্থানীয় এক হোটেলে রাত কাটানোর জন্য রুম ভাড়া নেন তারা। এরপর ওই রাতেই মেয়েটিকে ধর্ষণ করেছেন লামিছানে, এমনই বলা হয়েছে অভিযোগে। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

তিন বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া নেপালি অধিনায়কের অবসর ঘোষণা

তিন বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া নেপালি অধিনায়কের অবসর ঘোষণা

অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

অচেনা কন্ডিশনেও নিজেদের ফেভারিট ভাবছেন নিগার সুলতানা জ্যোতি

অচেনা কন্ডিশনেও নিজেদের ফেভারিট ভাবছেন নিগার সুলতানা জ্যোতি

হালচাষ থেকে বিশ্বমঞ্চে চলা মারুফার আদর্শ হার্দিক পান্ডিয়া

হালচাষ থেকে বিশ্বমঞ্চে চলা মারুফার আদর্শ হার্দিক পান্ডিয়া