হাসপাতালে রিজওয়ান, চিন্তায় পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২২
হাসপাতালে রিজওয়ান, চিন্তায় পাকিস্তান

এশিয়া কাপে ইনজুরি যেন পিছু ছাড়তে চাইছে না পাকিস্তান দলের। আসর শুরুর আগে দলের সেরা পেসার শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিমকে হারিয়েছে দলটি। ভারতের বিপক্ষে একই কারণে ছিলেন না আরেক পেসার মোহাম্মদ দাহানী।

এবার শঙ্কা জেগেছে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে। রোববার (৪ সেপ্টেম্বর) সুপার ফোরের ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। ওই ম্যাচেই এক পর্যায়ে অনেক উঁচুতে থাকা একটি বল ধরতে লাফ দেন তিনি।

এক পায়ে ভর দিয়ে লাফ দেওয়ার পর বাজেভাবে মাটিতে আছড়ে পড়েন রিজওয়ান। এতে বেশ ভালো ব্যথা পেয়েছেন তিনি। যদিও ম্যাচের বাকি সময়ে ওই ব্যথা নিয়েই কিপিং ও ব্যাটিং করেছেন।

ব্যাট হাতে ৫১ বলে ৭১ রানের দুর্দান্ত ইনিংসও খেলেছেন। তার ইনিংসের উপর ভর করে ভারতকে হারানো ভিত্তি পেয়েছে পাকিস্তান। 

নেওয়াজ প্রত্যাশার চেয়ে ভালো করেছে: বাবর আজম

ম্যাচ শেষেই তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এমআরআই করানো হবে, রিপোর্ট আসলে বোঝা যাবে আঘাত কতটা গুরুত্বর। তবে বাইরে থেকে দেখে মনে হচ্ছে হয়তো বড় কিছু হবে না। 

চলতি এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন রিজওয়ান। তিন ম্যাচে দুই ফিফটিতে টুর্নামেন্টের সর্বোচ্চ রান (১৯৪) সংগ্রাহক তিনি। এমজন একজন ব্যাটারের ইনজুরি দলের জন্য বেশ চিন্তারই বটে। 

এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও সুপার ফোরের ম্যাচে সেই হারের মধুর প্রতিশোধ নিয়েছে পাকিস্তান। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার (৭ সেপ্টেম্বর) আফগানিস্থানের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের দল।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে হারা ম্যাচে কোহলির রেকর্ড

পাকিস্তানের বিপক্ষে হারা ম্যাচে কোহলির রেকর্ড

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো পাকিস্তান

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো পাকিস্তান

খারাপ সময়ে কোহলির পাশে একজনই ছিলেন, সে হলেন ধোনি

খারাপ সময়ে কোহলির পাশে একজনই ছিলেন, সে হলেন ধোনি

মুশফিকের অবসরে ‌‘চুপচাপ’ সাকিব!

মুশফিকের অবসরে ‌‘চুপচাপ’ সাকিব!