লম্বা রান খরা কাটিয়ে অবশেষে রানে ফিরেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। রানে ফিরতে দেরী করেছেন, কিন্তু নতুন রেকর্ড গড়তে দেরী করেননি কোহলি।
চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত তিন ম্যাচে দুইটি হাফ সেঞ্চুরি এসেছে কোহলির ব্যাট থেকে। আসরে এখন পর্যন্ত ১৫৪ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সেই পুরোনো কোহলির ফিরে আসার সম্ভাবনাও দেখছেন অনেকে।
পাকিস্তানের বিপক্ষে গেল রাতে ৪৪ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কোহলি। এই ফিফটিতে রেকর্ডবুকে নতুন করে লিখতে হয়েছে কোহলির নাম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সর্বোচ্চ ৩১ টি-টোয়েন্টি ফিফটি ছাড়িয়ে ৩২ ফিফটি নিয়ে শীর্ষে এখন কোহলি।
এশিয়া কাপ শুরুর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০টি ফিফটি ছিল কোহলির। আসর শুরুর আগে এতটাই রান খরায় ভুগছিলেন, রেকর্ড তো দূরের কথা ফর্মে ফিরবেন কিনা এটা নিয়েই সন্দেহ ছিল অনেকের মনে!
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো পাকিস্তান
প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৪ বলে ৩৫ রানের ইনিংস খেললেও, সেটা টি-টোয়েন্টি সুলভ ছিল না। এমনকি পুরো ইনিংসে একবারও কোহলিকে আত্মবিশ্বাসী মনে হয়নি।
তবে পরের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪৪ বলে ৫৯ রানের ইনিংসে ফর্ম ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন কোহলি। পাকিস্তানের বিপক্ষে সেটারই প্রতিফলন দেখা গেল।
পুরো ইনিংসে আত্মবিশ্বাসী কোহলি যেন নিজেকেই ফিরে পেয়েছিলেন এদিন। এই ফিফটিতেই টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সর্বোচ্চ ফিফটির মালিক ভারতের সাবেক এই অধিনায়ক।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১০২ ম্যাচ খেলেছেন কোহলি। যেখানে ৩২ ফিফটিতে তার সংগ্রহ ৩৪৬২ রান। ৫০.৯১ গড়ের সঙ্গে ক্রিকেটে এই সংক্ষিপ্ততম ফরম্যাটে তার স্ট্রাইক রেট ১৩৭।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকারী তিনি। তবে সামনে যে দু’জন আছেন তারাও খুব বেশি দূরে নেই। ৩৫৪৮ রান নিয়ে শীর্ষে কোহলিরই সতীর্থ রোহিত শর্মা, আর ৩৪৯৭ রান নিয়ে দুই নম্বরে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।
স্পোর্টসমেইল২৪/এসকেডি