মুশফিকের অবসরে ‌‘আবেগাপ্লুত’ সতীর্থরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২২
মুশফিকের অবসরে ‌‘আবেগাপ্লুত’ সতীর্থরা

বিশ্বকাপের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে হঠাৎ করেই সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম অবসরের ঘোষণা দিয়েছেন। এশিয়া কাপ শেষে দেশের ফেরার পরদিন মুশফিকের এমন ঘোষণায় হতবাক দলের সতীর্থরা। টি-টোয়েন্টি ক্রিকেটে মুশফিকের অবদানের কথা উল্লেখ করে অনেকে ক্রিকেটারই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন।

স্যোশাল মিডিয়ার নিজের অ্যাকাউন্টে রোববার (৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণ দেন মুশফিক। দলেে অভিজ্ঞ এ ক্রিকেটারের অবসরে নিজের ভেরিফাইড পেজে স্ট্যাটাস দিয়েছেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

২২ গজে মুশফিকের সাথে তার একটি ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ লিখেন, ‘প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শুনে আমার হৃদয় ভেঙে গেছে। কিন্তু টি-টোয়েন্টিতে তোমার অর্জন ও ক্যারিয়ারের জন্য সাধুবাদ জানাই। তোমার সঙ্গে টি-টোয়েন্টিতে খেলতে পারা ছিল আনন্দদায়ক। তোমার কাজের নীতি যেকোনো ফরম্যাটে সব সময় অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।’

বাংলাদেশ টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বেশ আগেই অবসর নিয়েছেন ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ‌‘অভিনন্দন মুশফিক! ১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সব সময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি।’

‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার..। টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!’ বলেন তামিম।

বাংলাদেশ দলের মিডল-অর্ডার ব্যাটার আফিফ হোসেন লিখেছেন, ‘আশা করি আপনার ভবিষ্যৎ যাত্রা আরও বেশি সফল হবে মুশফিক ভাই।’ পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘ধন্যবাদ, টি-টোয়েন্টির লিজেন্ড মুশফিকুর রহিম।’

উইকেটরক্ষক ও ব্যাটার নুরুল হাসান সোহান লিখেছেন, ‘মাঠের ভেতর ও বাইরে আপনি সবসময় আমাদের অনুপ্রেরণা। টি-টোয়েন্টি অবসর শুভ হোক মুশফিকরহিম ভাই। সামনের দিনগুলোর জন্য শুভ কামনা।’

বাংলাদেশ জাতী দলের পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ মিস্টার ডিপেন্ডেবল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা কিন্তু এটাও সত্য আপনাকে বাংলাদেশ মিস করবে।’

২০০৬ সালের ২৮ নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুশফিকের। দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১শ ম্যাচ খেলেছেন তিনি। ৬টি হাফ-সেঞ্চুরিতে ১৯ দশমিক ৪৮ গড়ে ১৫০০ রান করেছেন মুশফিক।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টিতে ‘ছন্দহীন’ মুশফিকের আদ্যোপান্ত

টি-টোয়েন্টিতে ‘ছন্দহীন’ মুশফিকের আদ্যোপান্ত

মুশফিকের অবসর মাহমুদউল্লাহ’র জন্য ‘হৃদয়বিদারক’

মুশফিকের অবসর মাহমুদউল্লাহ’র জন্য ‘হৃদয়বিদারক’

আন্তজার্তিক টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর

আন্তজার্তিক টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর

যারা ভালো করবে তারাই দলে থাকবে, খুবই সিম্পল হিসাব: সাকিব

যারা ভালো করবে তারাই দলে থাকবে, খুবই সিম্পল হিসাব: সাকিব