ওপেনিং জুটিতে মিডল অর্ডারের মিরাজ-সাব্বির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২২
ওপেনিং জুটিতে মিডল অর্ডারের মিরাজ-সাব্বির

এশিয়া কাপে বাঁচা মারার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে প্রথাগত কোনো ওপেনার ছাড়াই নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচের দুই ব্যর্থ ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখকে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে রাখেনি বাংলাদেশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশের হয়ে ওপেন করেন মেহেদি হাসান মিরাজ ও সাব্বির রহমান।

টি-টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশ দল এবারই প্রথম প্রথাগত কোনো ওপেনার ছাড়াই খেলতে নেমেছে। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমেছেন মেহেদি হাসান মিরাজ ও সাব্বির রহমান।

বৃহস্পতিবার ওপেনিং জুটি নেমে ১৯ রান তোলে বাংলাদেশ। এর আগের ১৩ ইনিংসে দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটি। সেই বাঁধা পেরিয়েছে বাংলাদেশ।

জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমে দূর্ভাগ্যের শিকার হয়েছেন সাব্বির রহমান। ৬ বলে ৫ রান করে ফেরেন তিনি। আসিথা ফার্নান্দোর বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন। অবশ্য এতে সাব্বিরের দায় নয় বরং এটা ভাগ্যের দায়।

সাব্বিরের বিদায়ের পরও থামেননি আরেক ওপেনার মেহেদি হাসান মিরাজ। চালিয়ে যান মারকাটারি বোলিং। শেষ পর্যন্ত লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে তার ব্যাটে ২৬ বলে ৩৮ রান তোলেন মিরাজ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের ৭৭তম টি-টোয়েন্টি ক্রিকেটার ইবাদত

বাংলাদেশের ৭৭তম টি-টোয়েন্টি ক্রিকেটার ইবাদত

স্ত্রী ‘পিটিয়ে’ সংবাদ শিরোনামে আল আমিন

স্ত্রী ‘পিটিয়ে’ সংবাদ শিরোনামে আল আমিন

একাদশে মোস্তাফিজ অটো চয়েজ না: সুজন

একাদশে মোস্তাফিজ অটো চয়েজ না: সুজন

দল হারলেও টি-টোয়েন্টি  র‍্যাঙ্কিংয়ে সাকিব-রিয়াদের উন্নতি

দল হারলেও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সাকিব-রিয়াদের উন্নতি