যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের বিগ বাজেটের মোটর সিটি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের একঝাঁক ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেটের তারকাদের মধ্যে রয়েছেন ইমরুল কায়েস, নাসির হোসেন, সৈয়দ রাসেল, সোহরাওয়ার্দী শুভ, তাপস বৈশ্য, ইলিয়াস সানী আরও অনেকে এ টুর্নামেন্টের নিজেদের পারফর্ম্যান্স দেখাবেন।
বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসের বুকে দ্বিতীয়বারের মতো ক্রিকেট মহাযজ্ঞের আমন্ত্রণ জানিয়েছেন মোটর সিটি চ্যাম্পিয়নশিপর আয়োজকরা। স্থানীয় গেইট অব কলম্বাসের হলরুমে প্রায় ২৫০ অতিথিদের নিয়ে দ্বিতীয়বারের মতো এ ক্রিকেট আসরের জমকালো উদ্বোধন অনুষ্ঠান করা হয়।
দশটি শক্তিশালী দল নিয়ে গড়া এ টুর্নামেন্টের ব্যাটে বলের লড়াইয়ে নামবেন দেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে থেকে আসা ক্রিকেট তারকারা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হবে এ ক্রিকেট আয়োজন।
টুর্নামেন্টিতে বাংলাদেশের ক্রিকেটের তারকা ইমরুল কায়েস, নাসির হোসেন, সৈয়দ রাসেল, আরিফুল হক, সোহরাওয়ার্দী শুভ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরী, তাপস বৈশ্য, ইলিয়াস সানী, আবু জায়েদ রাহি, মেহরাব হোসেন জুনিয়র খেলবেন। বাংলাদেশের এসব তারকা ক্রিকেটারদের উপস্থিতিই জানান দিচ্ছে এবারের মিশিগান হবে শুধুই ক্রিকেটময়।
নাজিয়া জাহান ও রুম্মান আহমেদ’র যৌথ উপস্থাপনায় বর্ণাঢ্য আয়োজনে মোটর সিটি চ্যাম্পিয়নশিপ এমসিসি-র প্রেসিডেন্ট মোশাররফ চৌধুরী লিটু ও সেক্রেটারি তায়েফুর রহমান টুর্নামেন্টির উদ্বোধন ঘোষণা করেন। কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় উদ্বোধনের আনুষ্ঠানিকতা।
এমসিসির প্রতিষ্ঠাতা ও ক্রীড়া ব্যক্তিত্ব জগলুল হুদা বলেন, বিশ্বের জনপ্রিয় এ খেলাকে সকলের মাঝে আরও ছড়িয়ে দিতে মোটর সিটি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট বড় ভূমিকা রাখবে। ক্রিকেটপাগল প্রবাসী বাংলাদেশিরা মাঠে আসলে এক ছন্দময় খেলা দেখতে পারবেন। মিশিগানে ক্রিকেটে সাড়া জাগানো এমন আয়োজনে সবার সহযোগিতা কামনা করি।
২০২১ সালের আগস্টের শুরুর দিকে মিশিগানে সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট মোটর সিটি চ্যাম্পিয়নশিপ এমসিসির দ্বিতীয় আসর আয়োজনের ঘোষণা দেওয়া হয়। বিগ বাজেটের এ টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মোটর সিটি চ্যাম্পিয়নশিপ এমসিসি ক্রিকেট টুর্নামেন্টে এবার প্রাইজমানি রাখা হয়েছে ৫৫ হাজার ডলার। বৃহস্পকিবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এমসিসি টুর্নামেন্ট শেষ হবে রোববার (৪ সেপ্টেম্বর)।
মিশিগানের তিনটি ভেন্যুতে এ টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো- এশিয়া ইউনাইটেড, মিশিগান চিতা, মোটরসিটি ইউনাইটেড, জর্জিয়া টাইগার্স, র্যাপটর, লন্ডন রাইডার্স, ডেট্রয়েট রয়্যালস, টার্মিনেটরস সিসি, বাংলাদেশ টাইগার্স ও ফ্রেন্ডস ইউনাইটেড।
সাহেল আহমদ, যুক্তরাষ্ট্র (মিশিগান)/আরএস