লঙ্কা যুদ্ধে ওপেনিংয়ে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৪ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২২
লঙ্কা যুদ্ধে ওপেনিংয়ে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ছয় ওভারের পাওয়ার প্লে’তে দ্রুত রান তোলার দায়িত্ব থাকে ওপেনারদের উপর। তারা দলকে ঝড়ো শুরু এনে দেওয়ার পর বাকিরা সেটা কাজে লাগিয়ে বড় সংগ্রহের দিকে ছোটে।

অথচ বাংলাদেশ দলে ঝড়ো শুরু তো দূরের কথা অনেক সময় রানের চাকাও সচল রাখতে পারেন না ওপেনাররা। এমনকি অবস্থা এতটাইও বাজে যে সর্বশেষ ২৩ ইনিংসে কোনো ওপেনিং জুটিই প্রথম ছয় ওভার পার করতে পারেনি। 

শেষ এক বছরে টি-টোয়েন্টিতে ২৫ ইনিংসের ২৪টাতেই বাংলাদেশের ওপেনিং জুটি ফিরেছে দলীয় পঞ্চাশের আগে। সর্বশেষ ১৩ ইনিংসের অবস্থা তো আরও বেশি জঘন্য, দলীয় স্কোর দুই অঙ্ক স্পর্শ করার আগেই ভেঙেছে ওপেনিং জুটি। 

লিটন দাস যদিও ভালো করছিলেন, ইনজুরিতে তিনি নেই এবারের এশিয়া কাপে। এশিয়া কাপে দল দুবাই যাবার আগে শোনা যাচ্ছিল ওপেনিং করতে পারেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম বা মেহেদী হাসা মিরাজও! 

শানাকা-সুজনের পর লঙ্কা-বাংলা লড়াইয়ের আগে বাকযুদ্ধে জয়াবর্ধনে

অথচ দল থেকে বাদ পড়ে কিছু না করেই শেষ মুহূর্তে এশিয়া কাপের দলে ফেরেন ওপেনার নাঈম শেখ। আফগানদের বিপক্ষে এনামুল হক বিজয়ের সাথে ওপেনিংও করেন।

দুইজন’ই প্রথম দিকে রানই করতে পারছিলেন না, দ্রুত আউট দলকে আরও বেশি খাদের দিকে ঠেলে দেন। বিজয় তো একবারও বাউন্ডারি বা আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টাই করেননি। নাঈমও মেরেছেন মাত্র একটি চার।

দুইজনের উপরই দারুণ অসন্তষ্ট টিম  ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার বিপখে ডু অর ডাই ম্যাচে তাই ওপেনিং পজিশনে পরিবর্তনের আভাস দিয়েছে তারা।

সেক্ষেত্রে ওপেনিংয়ে দেখা যেতে মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানকে। তিন বছর পর এশিয়া কাপ দিয়েই জাতীয় দলে ফিরেছেন সাব্বির। প্রথম ম্যাচে সুযোগ না হলে আজ হয়তো থাকতে পারেন একাদশে। 

দল হারলেও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সাকিব-রিয়াদের উন্নতি

অন্যদিকে চার বছর আগে সর্বশেষ আফগানিস্থানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন মিরাজ। এরপর আর টি-টোয়েন্টি একাদশে জায়গা হয়নি তার। 

আন্তর্জাতিক ক্রিকেটে সাব্বির রহমান কখনো ওপেন করেননি। অন্যদিকে ২০১৮ এশিয়া কাপে ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে ওপেন করেছিলেন মিরাজ।

তখনও ওপেনারদের ব্যর্থতা, ইনজুরিতে বাধ্য হয়েই মিরাজকে দিয়ে ওপেন করানো হয়েছিল। এবার অনেকটা বাধ্য হয়েই অনিয়মিত ওপেনারদের দিয়ে ওপেনিং করানোর দিকে হাটতে পারে টিম ম্যানেজমেন্ট। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) গ্রুপ ‘বি’ এর শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। সুপার ফোরে যেতে হলে এই ম্যাচে টাইগারদের সামনে জয়ের বিকল্প নেই।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব হংকং ক্রিকেটারের

মাঠেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব হংকং ক্রিকেটারের

বিশ্বকাপের স্কোয়াড দিলো অস্ট্রেলিয়া, দলে টিম ডেভিড

বিশ্বকাপের স্কোয়াড দিলো অস্ট্রেলিয়া, দলে টিম ডেভিড

সুপার ফোরে যেতে বাংলাদেশকে টপকাতে হবে লঙ্কা দ্বীপ

সুপার ফোরে যেতে বাংলাদেশকে টপকাতে হবে লঙ্কা দ্বীপ

আইসিসির জরিমানার কবলে ভারত-পাকিস্তান

আইসিসির জরিমানার কবলে ভারত-পাকিস্তান