হংকংয়ের কাছে টসে হারলো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ৩১ আগস্ট ২০২২
হংকংয়ের কাছে টসে হারলো ভারত

এশিয়া কাপের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও হংকং। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন  হংকং অধিনায়ক নিজাকাত খান। 

এর আগে বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কুয়েতের মতো দেশকে হারিয়ে এবারের এশিয়া কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে হংকং। 

এশিয়ার শ্রেষ্টত্বের লড়াইয়ে ভারতের বিপক্ষে একবারই খেলার সুযোগ পেয়েছিল হংকং। এক যুগের বেশি সময় আগে, ২০০৮ সালে মুখোমুখি হওয়া ওই ম্যাচে হংকংকে ২৫৬ রানের ব্যবধানে হারিয়েছিল ভারত।

এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরে এক পা ইতিমধ্যে দিয়ে রেখেছে ভারত। আজকের ম্যাচে হংকংকে হারাতে পারলে সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মার দলের। 

টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে নিজেদের সাম্প্রতিক লক্ষ্য তাড়া করে সফলতাকে টেনে আনেন হংকং অধিনায়ক। অন্যদিকে টস জিতে ভারতও আগে বোলিং করতে চাইতো বলে জানান অধিনায়ক রোহিত শর্মা।

আগের ম্যাচে পাকিস্তানকে হারানোর নায়ক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছে ভারত। তার জায়গায় দলে এসেছেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। 

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, যুজুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, আর্শদ্বীপ সিং।

হংকং একাদশ: নিজাকাত খান (অধিনায়ক), ইয়াসিম মুর্তজা, বাবর হায়াত, কিনচিত শাহ, আইজাজ খান, স্কট ম্যাকেন্নি, জিশান আলি, হারুন আরশাদ, ইহসান খান, আয়ুশ শুকলা, মোহাম্মদ গাজানফার।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

দল হারলেও টি-টোয়েন্টি  র‍্যাঙ্কিংয়ে সাকিব-রিয়াদের উন্নতি

দল হারলেও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সাকিব-রিয়াদের উন্নতি

হার দিয়ে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ

হার দিয়ে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ

টি-টোয়েন্টির ‘সেঞ্চুরি’ স্পর্শ করলেন সাকিব

টি-টোয়েন্টির ‘সেঞ্চুরি’ স্পর্শ করলেন সাকিব

আফগানিস্তান ১১, শূন্যতেই পড়ে রইলো বাংলাদেশ

আফগানিস্তান ১১, শূন্যতেই পড়ে রইলো বাংলাদেশ