দিন দুয়েক আগেই বিগব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার নিজেদের ডেরায় ভেড়ায় কলিন ডি গ্র্যান্ডোহোমকে। নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার হয়ে অনুমতি না নিয়েই নাম লিখিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়ায় বিগব্যাশে খেলার অনুমতি মিলতো না গ্র্যান্ডহোমের। ফ্রাঞ্চাইজি লিগে খেলতে এবার আন্তর্জাতিক ক্রিকেটটাই ছেড়ে দিলেন এই অলরাউন্ডার।
ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দিতে নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। একই পথে হেঁটেছেন কলিন ডি গ্র্যান্ডহোম। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কারণ হিসেবে পরিবারের দোহাই দিলেও তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
কারণ, দিন দুয়েক আগেই বিগব্যাশে দল পেয়েছেন গ্র্যান্ডহোম। আর তিনি লিগটিতে নাম লিখিয়েছিলেন বোর্ডের অনুমতি না নিয়েই। এমনকি টুর্নামেন্টটিতে তিনি খেলার অনুমতিও পেতেন না। ফলে খেলার জন্য তার একমাত্র উপায় ছিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো। সেই পথেই হেটেছেন এই ক্রিকেটার।
যদিও বিদায়ী বার্তায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে আসার কারণ হিসেবে উল্লেখ করেছেন ইনজুরিকে। এছাড়াও জানিয়েছেন, পরিবারকে সময় দিতে চান তিনি।
কলিন ডি গ্র্যান্ডহোম বলেন, “ইনজুরি নিয়ে তরুণদের সাথে নিজেকে প্রস্তুত করা কঠিন। এছাড়াও আমার পরিবার বড় হচ্ছে। আমি ক্রিকেট পরবর্তী জীবন কি রকম তা বুঝতে পেরেছি। শেষ কয়েক সপ্তাহ ধরে আমার মাথায় এইসবই ঘুরছে। তাই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা কলিন ডি গ্র্যান্ডহোম নিউজিল্যান্ডের জার্সিতে খেলেছেন ২৯ টেস্ট, ৪৫ ওয়ানডে ও ৪১ টি-টোয়েন্টি ম্যাচ। এই সময়ে তিন ফরম্যাটে করেছেন ২৬৭৯ রান। এছাড়াও শিকার করেছেন ৯১ উইকেট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর