এশিয়া কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে আফগানদের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১২৭ রান। ৯ বল হাতে রেখেই এই বাঁধা টপকেছে আফগানিস্তান। আফগানরা সহজেই এই বাঁধা টপকানোর পর বাংলাদেশি অলরাউন্ডার মোসাদ্দেক জানিয়েছে, আফগানদের বিপক্ষে ১০-১৫ রান কম হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশের দেওয়া ১২৭ রানের লক্ষ্য বেশ কঠিনই মনে হচ্ছিল আফগানদের কাছে। তবে শেষদিকে নাজিবুল্লাহ জাদরানের দারুণ ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখেই জিতেছে তারা।
এই ম্যাচ জয়ের পুরো কৃতিত্ব নাজিবুল্লাহ জাদরানকে দিচ্ছেন মোসাদ্দেক। তিনি বলেন, “এখানে ব্যাটিং করা কঠিন ছিল, নিচু ছিল। ওরা ভালো করেছে, ফলে ওদের কৃতিত্ব দিতে হবে। তবে ১০-১৫ রান কম করেছি আসলে।”
এদিকে কেন স্বল্প লক্ষ্য দিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে? এমন প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি।
বলেন, “(বড় ওভার) মিসিং ছিল, সেটি করার মতো অবস্থানে প্রায় চলে গিয়েছিলাম। তবে উইকেট হারালে কঠিন হয়ে যায়। উইকেট রাখতে পারলে, ১৫ ওভার পর্যন্ত নিয়ে যেতে পারতাম, তাহলে ভিন্ন হতো। ওরা ভালো খেলেছে।”
আফগানদের বিপক্ষে হারলেও এখনো টুর্নামেন্টে টিকে থাকার ব্যাপারে শতভাগ আশাবাদী বাংলাদেশ। মোসাদ্দেকের আশা শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করবে বাংলাদেশ।
“সাকিব ভাইয়ের বার্তা ছিল, সেটি পরিষ্কার ছিল। আপনারাও সেটি দেখেছেন। সবাই শতভাগ দিয়ে চেষ্টা করেছি। পারি নাই। পরের ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে।”- বলেন মোসাদ্দেক।
স্পোর্টসমেইল২৪/পিপিআর