এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি ইনিংসের শেষদিকে ছিল বোলারদের ছন্নছাড়া বোলিং। তবে হারের কারণ হিসেবে অধিনায়ক সাকিব আল হাসানের চোখে পড়েছে ব্যাটিং ব্যর্থতাটাই। তার মতে, মোসাদ্দেকের মতো অন্য ব্যাটাররা ভালো করলে জয় সম্ভব ছিল বলে মনে করেন তিনি।
মঙ্গলবার (৩০ আগস্ট) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। মাত্র ১২৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে আফগানিস্তান।
আফগানদের বিপক্ষে এই হারের কারণ হিসেবে শুরুরদিকে দ্রুত উইকেট হারিয়ে ফেলাকেই টার্নিং পয়েন্ট মানছেন সাকিব আল হাসান। বলেন, “প্রথম ৭-৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ফেলাটা কঠিন।”
বোলিংয়ে ১৫তম ওভার পর্যন্ত জয়ের পাল্লা ছিল বাংলাদেশের পক্ষে। সেখান থেকে ম্যাচ বের করে নেওয়ার কৃতিত্বটা আফগানদেরকেই দিয়েছেন সাকিব আল হাসান।
বলেন, “১৪-১৫ ওভার পর্যন্ত আমরা খেলায় ছিলাম। জয়ের কৃতিত্ব পুরোটাই আফগানিস্তানের। টি-টোয়েন্টি ম্যাচে যে দাঁড়াবে তার খেলা শেষ করে আসা উচিত।”
ব্যাটিংয়ে মোসাদ্দেক ছাড়া আর কেউ বলার মতো স্কোর করতে না পারাটা দলের হারের কারণ হিসেবেও উল্লেখ করেন তিনি। বলেন, “মোসাদ্দেক দারুণ খেলেছে। ব্যাটিংয়ে আমাদের আরো বেশি অবদান রাখা উচিত ছিল।”
প্রতিপক্ষ দলের নাজিবুল্লাহ জাদরানের ১৭ বলে ৪৩ রানের ইনিংসে আফগানদের জয় অনেকটা সহজ হয়ে যায়। তার কথা বলেও ভুল করেননি সাকিব। বলেন, “আমরা জানি নাজিবুল্লাহ দারুণ ব্যাটার। আমরা ভেবেছিলাম শেষ ৬ ওভারে ৬০ রান লাগলেও আমরা জিততে পারবো। সবকিছু উল্টিয়ে দিয়েছে নাজিবুল্লাহ। সব ওর কৃতিত্ব।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর