জিম্বাবুয়ে সফরে ইনজুরিতে পড়ে এশিয়া কাপে খেলার সুযোগ হারিয়েছেন শরিফুল ইসলাম। ইনজুরির কারণে এশিয়া কাপ খেলতে না পারা শরিফুল নিজেকে প্রস্তুত করছেন মিরপুরে। এশিয়া কাপের পরেই বাংলাদেশ দলের মিশন শুরু হবে বিশ্বকাপকে ঘিরে। এর আগেই নিজেকে প্রস্তুত করতে চান শরিফুল ইসলাম।
চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্টের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। এর আগেই ফিট হয়ে মাঠে ফিরতে কাজ করে যাচ্ছেন শরিফুল। নজরে রাখছেন বিশ্বকাপকে।
মঙ্গলবার (৩০ আগস্ট) মিরপুরে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন শরিফুল ইসলাম। সেখানেই কিভাবে কাজ করছেন ও নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি।
শরিফুল বলেন, “কিছুদিন ধরে নাজমুল ভাইয়ের (নাজমুল হোসেন, পেস বোলিং কোচ) সাথে কাজ করতেছি। ফিটনেস করতেছি ইফতি ভাইয়ের (ফিটনেস ট্রেইনার) সাথে। ওনাদের সাথে কাজ করে ভালোই লাগতেছে। নাজমুল ভাই নতুন কিছু জিনিস শেখাচ্ছে। তো এটা আমার জন্য ভালো। এটা যদি ম্যাচে অ্যাপ্লাই করতে পারি, তাহলে ভালো হবে অবশ্যই।”
এছাড়াও এশিয়া কাপে যাওয়ার আগে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের কাছ থেকেও পেয়েছেন অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণাতেই নিজেকে ফিরে পেতে কাজ করছেন শরিফুল।
বলেন, “সাকিব ভাইয়ের (সাকিব আল হাসান) সাথে কথা হয়েছে, তুমি এই কয়দিন একাডেমিতে প্র্যাকটিস করো, রিহ্যাব করো। ইনশাল্লাহ ভালো করে কামব্যাক করো, স্ট্রং হও। ফিট হও। যখন ওয়েস্ট ইন্ডিজে ছিলাম, তখনো বলছে নিজেকে একটু বেশি ফিট করার জন্য।”
সাকিবের সেই অনুপ্রেরণাতেই বিশ্বকাপকে পাখির চোখ করেছেন শরিফুল। বলেন, “ইনশাল্লাহ অবশ্যই চাবে যে স্ট্রং টিম নিয়ে ওয়ার্ল্ড কাপে যাওয়ার। ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো যে, শতভাগ ফিট হয়ে দেশের জন্য শতভাগ দিতে পারি। ওই আশায় তো আমরা কাজ করতেছি।”
২০২১ সালে জাতীয় দলে অভিষিক্ত শরিফুল অনেকবারই পড়েছেন ইনজুরিতে। বিষয়টি নিজের হাতে নেই, তাই বিষয়টি নিয়ে আরো সতর্ক হওয়া প্রয়োজন বলেও জানান তিনি।
বলেন, “আমাদের আরেকটু সতর্ক থাকতে হবে। নিজের প্রতি নিজের কেয়ার রাখতে হবে। যাতে ইনজুরির আসার আগে বুঝতে পারি, কিভাবে নিজেদের মেইনটেইন করতে হয়।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর