শ্রীলঙ্কা সিরিজে ইনজুরিতে পড়া শাহিন শাহ আফ্রিদিকে ছাড়াই এশিয়া কাপ খেলছে পাকিস্তান। এমনকি অক্টোবরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে পাওয়া যাবে কি-না তা নিয়েও রয়েছে শঙ্কা। এমন অবস্থায় তাকে লন্ডনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন শাহিন শাহ আফ্রিদি। হাঁটুর এই ইনজুরির কারণে স্কোয়াডে থাকলেও খেলতে পারেননি নেদারল্যান্ডস সফর। এছাড়াও এশিয়া কাপ থেকেও ছিটকে গিয়েছেন। এবার তাকে রিহ্যাব করতে লন্ডনে পাঠাচ্ছে পিসিবি।
তাকে লন্ডন পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে পিসিবির মেডিক্যাল বিভাগের প্রধান নাজিবুল্লাহ সোমরো। তিনি বলেন, “শাহিন শাহ আফ্রিদির বিশেষজ্ঞ হাঁটু চিকিৎসক দেখানোর দরকার। এছাড়া লন্ডনে বিশ্বের সেরা স্পোর্টস রিহ্যাব করানো হয়। তাই সেখানেই তাকে পাঠানো হচ্ছে।”
ইনজুরির কারণে এশিয়া কাপের পাশাপাশি ঘরের মাঠে ইংল্যান্ড সফরেও খেলতে পারবেন না তিনি। এই সফরের পরেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান। এই সিরিজে না খেলায় অপার্যপ্ত অনুশীলন করেই তাকে বিশ্বকাপে খেলতে হবে।
ঠিক কবে নাগাদ দলে ফিরতে পারবেন তা এখনো নিশ্চিত করেনি পিসিবি। এই বিষয়ে সুলেমান সোমরো বলেন, “মেডিকেল বিভাগ তার মাঠে ফেরার সময় নির্ধারণ করা হবে। আমরা আশাবাদী বিশ্বকাপের আগেই মাঠে ফিরবেন তিনি।”
শাহিন শাহ আফ্রিদি এখন পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ২৫ টেস্ট, ৩২ ওয়ানডে ও ৪০ টি-টোয়েন্টি খেলেছেন। পাকিস্তানে জার্সিতে এখন পর্যন্ত শিকার করেছেন ২০৮ উইকেট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর