উড়তে থাকা আফগানিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ২৯ আগস্ট ২০২২
উড়তে থাকা আফগানিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য বাংলাদেশের

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ আগস্ট) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় টাইগাররা। যদিও টুর্নামেন্ট শুরুর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় তুলে দুর্দান্ত ফর্মে রয়েছে আফগানরা।

নিজেদের ও টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। জয়ের ব্যবধানের চেয়ে বড় বিষয় ছিল শ্রীলঙ্কার বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেছে খেলেছে রশীদ-নবিরা। লঙ্কানদের বিপক্ষে আফগানদের এমন জয় বাংলাদেশের জন্য বিশেষ সতর্কবার্তাও।

এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের এমন জয়ে মোটেও বিচলিত নয় বাংলাদেশ। সাকিব আল হাসানের অধিনায়কত্বে দল হিসেবে পারফর্ম করে নিজেদের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর টাইগাররা। আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের চিত্র ফুটে উঠেছে মেহেদী হাসান মিরাজের কণ্ঠে। বলেন, “কে ভালো দল তা মাঠেই প্রমাণিত হবে।”

সংবাদ সম্মেলনে হাজির হয়ে মিরাজ বলেন, “সব বিভাগে সবাই যখন ভালো খেলে স্বাভাবিকভাবেই আমরা ম্যাচ জিতি। নিজেকে প্রমাণের দলের সবাই ভালো অবস্থায় আছে। তাই আমরা ভালো ফলের ব্যাপারে আশাবাদী।”

এশিয়া কাপের এ ম্যাচ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিজের তৃতীয় মেয়াদ শুরু করবেন সাকিব। শুধু তাই নয়, বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে শততম ম্যাচও খেলতে নামবেন সাকিব। তার আগে দেশের হয়ে শততম ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম।

মিরাজ বলেন, “প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। আমরা জয় দিয়ে শুরু করার ব্যাপারে আশাবাদী। আমাদের প্রতিপক্ষ কে, সেটা নিয়ে না ভেবে আমরা শুধুমাত্র আমাদের খেলায় মনোযোগ দিচ্ছি।”

তবে টুর্নামেন্টের আগে ইনজুরির কারণে লিটন দাস-হাসান মাহমুদ এবং নুরুল হাসান সোহানের মতো গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কে হারানো বাংলাদেশের জন্য বড় ধাক্কা। বিশেষ করে লিটনকে হারানোয় বাংলাদেশের ওপেনিং স্লটে গুরুতর শূন্যতা তৈরি করেছে।

ইতিমধ্যে টিম ম্যানেজমেন্ট ইঙ্গিত দিয়ে রেখেছেন যে, ওপেনার হিসেবে এনামুল হক বিজয় এবং নাঈম শেখকে খেলাতে পারেন। এছাড়া এশিয়া কাপ সাকিবের অধিনায়কত্বে ব্র্যান্ড অব ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। ক্রিকেটের এ ফরম্যাটে নতুনভাবে সূচনা করতেও আগ্রহী সাকিব।

বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক) এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদি, মোহাম্মদ সাইফুউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নাঈম শেখ এবং তাসকিন আহমেদ।

আফগানিস্তান দল
মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আসমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমদ, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ফজলহক ফারুকী, হাসমতউল্লাহ শাহিদি, হযরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাভিন উল হক, নূর আহমদ, রশিদ খান ও সামিউল্লাহ শেনওয়ারি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

লঙ্কান কোচ নাওয়াজের চোখে শ্রীলঙ্কার চেয়েও এগিয়ে বাংলাদেশ

লঙ্কান কোচ নাওয়াজের চোখে শ্রীলঙ্কার চেয়েও এগিয়ে বাংলাদেশ

শেষ ওভারে ১৫ রান প্রয়োজন হলেও সমস্যা হতো না হার্দিকের

শেষ ওভারে ১৫ রান প্রয়োজন হলেও সমস্যা হতো না হার্দিকের

ভারতের কাছে পাকিস্তানের হেরে যাওয়ার পাঁচ কারণ

ভারতের কাছে পাকিস্তানের হেরে যাওয়ার পাঁচ কারণ

পাকিস্তানকে হারিয়ে ভারতের মধুর প্রতিশোধ

পাকিস্তানকে হারিয়ে ভারতের মধুর প্রতিশোধ