এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে অসহায় আত্মসমার্পণের পর সুপার ফোর নিশ্চিতে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার। টানা ব্যর্থতার বৃত্তে আটকে থাকা বাংলাদেশকে একটু সহজভাবেই দেখছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তার মতে, আফগানদের চেয়ে বাংলাদেশকে মোকাবিলা করা সহজ।
শনিবার (২৮ আগস্ট) এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বোলিং লাইন আপের কাছে একরকম আত্মসমার্পণ করেছে লঙ্কান ব্যাটিং। এই হারের পর লঙ্কানদের ঘুরে দাঁড়ানোর মঞ্চ হতে পারে বাংলাদেশের বিপক্ষে জয়। না হলে, ‘স্বাগতিক’-দের বিদায় ঘণ্টা বাজবে গ্রুপ পর্ব থেকেই।
লঙ্কানদের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। এই ম্যাচের উপরও অনেকটা নির্ভর করে লঙ্কানদের সুপার ফোর ভাগ্য। ভাগ্য ও পারফর্মেন্স পক্ষে কথা বললেই সুপার ফোর খেলতে পারবে দাসুন শানাকার দল।
আফগানদের বিপক্ষে বাজে হারের পর দলকে চাঙা রাখতে বাংলাদেশকে একরকম ছোট চোখেই দেখেছেন লঙ্কান অধিনায়ক শানাকা। তিনি বলেন, “আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। অন্য দিকে বাংলাদেশের বোলিং আক্রমণে, আমরা জানি যে, (মোস্তাফিজুর রহমান) ফিজ খুব ভালো একজন বোলার। সাকিব (আল হাসান) বিশ্বমানের। এর বাইরে তাদের দলে বিশ্বমানের কোনো বোলার নেই। আফগানিস্তানের তুলনায় বাংলাদেশ ম্যাচ অনেক বেশি সহজ হবে।”
ঠিক কি কারণে বাংলাদেশকে হেয় চোখে দেখছেন শানাকা? এই প্রশ্নের জবাবও দিয়েছেন এই ক্রিকেটার। বলেন, “আমরা বাংলাদেশের বিপক্ষে অনেক ম্যাচ খেলি। আমরা জানি, ওরা ঠিক কী পরিকল্পনা করছে। পরের ম্যাচে এটার বড় ভূমিকা থাকবে। ওদের পরিকল্পনা জানা থাকায়, কাজটা অনেক সহজ হবে।”
তিনি আরো বলেন, “আমরা ওদের খেলোয়াড়দের চিনি। এখনকার দিনে সবাই প্রতিপক্ষের সবাইকে চিনে। (ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা) আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে খেলার সময় সহায়তা করে।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর