হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২০ এএম, ২৮ আগস্ট ২০২২
হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

রাজনৈতিক অস্থিরতায় ভারত-পাকিস্তানের সিরিজ বন্ধ ৯ বছরের বেশি সময় ধরে। এশিয়া কাপ আর আইসিসির টুর্নামেন্টই সমর্থকদের জন্য একমাত্র  ভরসা দুই দলের দ্বৈরথ দেখার জন্য! চলমান এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে রোববার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত আটটায় হাইভোল্টেজ এই ম্যাচে মুখোমুখি হবে দুই দল। 

মাস ১০ মাস আগে টি-টোয়েন্টি  বিশ্বকাপে দুবাইয়ে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে ওই ম্যাচের আগে ভারতের বিপক্ষে কোনো জয় ছিল না পাকিস্তানের।

তবে দুবাইয়ে সেদিন পরিসংখ্যানকে পাশে নতুন রেকর্ড সৃষ্টি করেছিল পাকিস্তান। বাঁহাতি পেসার শাহীন আফ্রিদিরি বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতের ব্যাটিং লাইনআপ।

এরপর ব্যাটিংয়েও অপ্রতিরোধ্য পাকিস্তান ১০ উইকেটে জিতে ইতিহাস তৈরি করেছিল দুবাই’য়ের মাঠে। অথচ সেই মাঠে আবার যখন ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান, দলে নেই ওই ম্যাচের নায়ক শাহীন আফ্রিদি।

কয়েক মিনিটেই শেষ এশিয়া কাপে পাক-ভারত মহারণের টিকিট

ইনজুরিতে টুর্নামেন্টের দলে থাকলেও শেষ মুহূর্তে ছিটকে গেছেন এই পেসার। তরুণ পেসার ওয়াসি জুনিয়রকেও আজ পাচ্ছে না তারা। 

অন্যদিকে ভারত পাচ্ছে না  তাদের সেরা পেসার জসপ্রীত বুমরাহ ও অন্যতম সেরা পেসার হার্শেল প্যাটেলকে। এছাড়া তাদের অন্যতম বড় চিন্তার কারণ সাম্প্রতিক বিরাট কোহলির অফফর্ম।

তবে দুর্দান্ত ফর্মে আছে মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব। এশিয়া কাপ দিয়েই টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরছেন ওপেনার কেএল রাহুল। 

অন্যদিকে পাকিস্তানের মূল ভরসা টপ অর্ডার, সেখানে চিন্তার কারণ মিডল অর্ডার। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানের মোট রানের ৬৭% রান এসেছে প্রথম তিন ব্যাটারের ব্যাট থেকে। তবে রান বেশি আসলেও টপ অর্ডারের রান তোলার শ্লথ গতি নিয়ে যথেষ্ট চিন্তিত পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। 

sportsmail24

এশিয়া কাপের আসরে এখন পর্যন্ত ১৫বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। যেখানে আটবার জয় পেয়েছে  ভারত ও পাঁচবার জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। বাকি দুইটি ম্যাচে কোনো ফল আসেনি। 

সর্বশেষ দুই আসর, ২০১৬ ও ২০১৮’তে তিনবার মুখোমুখি হয়েছিল তারা। যেখানে তিন ম্যাচেই জয়ের মুখ দেখেছে ভারত। সর্বশেষে ২০১৪ সালে এশিয়া কাপের আসরে ভারতকে হারিয়েছিল পাকিস্তান।

রাতে পাকিস্তান মাঠে নামবে ভারতের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখতে। অন্যদিকে মাত্র ১০ মাস আগে হারের টাটকা স্মৃতি মাথায় প্রতিশোধের মাথায় নিজেদের নিংড়ে দেওয়ার অপেক্ষায় রোহিত শর্মার দল। 

সম্ভাব্য ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া,  রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজুবেন্দ্র চাহাল, আর্শদ্বীপ সিং, আভেশ খান। 

সম্ভাব্য পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফাখার জামান, ইফতিকার আহমেদ, খুশদীল শাহ, আসিফ আলী, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, উসমান কাদির, হারিস রউফ , নাসিম শাহ। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপে সাকিবের সহ-অধিনায়ক আফিফ

এশিয়া কাপে সাকিবের সহ-অধিনায়ক আফিফ

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ শুরু করলো আফগানিস্তান

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ শুরু করলো আফগানিস্তান

দীর্ঘ অপেক্ষার পর মাঠে গড়ালো এশিয়া কাপ

দীর্ঘ অপেক্ষার পর মাঠে গড়ালো এশিয়া কাপ

প্রথম রাউন্ড পার হতে মোস্তাফিজের ভালো করা জরুরি: হাবিবুল বাশার

প্রথম রাউন্ড পার হতে মোস্তাফিজের ভালো করা জরুরি: হাবিবুল বাশার