টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক পরিবর্তনের পর এবার সহ-অধিনায়ক ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপের আগে মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে দিয়ে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় সাকিব আল হাসানের কাঁধে। এবার এশিয়া কাপ পর্যন্ত আফিফ হোসেন ধ্রুবকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো।
আরব আমিরাতে এশিয়া কাপের ১৫তম আসর মাঠের গড়ানোর দিন বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধম্যে এ তথ্য জানিয়েছে। ক্রিকেটের সীমিত ওভারে ধারাবাহিক পারফর্ম্যান্স করা পুরস্কার হিসেবে এ দায়িত্ব পেলেন আফিফ।
বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরেই সহ-অধিনায়করে পদটি খালি রাখা হয়েছিল। মাহমুদউল্লাহ রিয়াদের পুরো সময় একাই দায়িত্ব পালন করতে হয়েছে। তবে দীর্ঘদিন পরে হলেও সহ-অধিনায়কের পদটি পূরণ করলো বিসিবি।
টি-টোয়েন্টি দলের হয়ে নিয়মিত পারফর্ম করে আসছেন আফিফ। ২২ বছর বয়সী বাঁহাতি এ ব্যাটার দেশের জার্সি গায়ে এখন পর্যন্ত ৪৭টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ১১৮.১০ স্ট্রাইক রেটে রান করেছেন ৬৯৮। অফ স্পিনে ১৬ ইনিংসে বল করে শিকার করেছেন ৮টি উইকেট।
শনিবার (২৭ আগস্ট) দুবাইয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হওয়া এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ মঙ্গলবার (৩০ আগস্ট)। আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় তুলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ।
এছাড়া গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচের শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ১ সেপ্টেম্বর।
স্পোর্টসমেইল২৪/আরএস