২০২৩ সাল পর্যন্ত আইসিসি টিভি স্বত্বের মালিকানা আছে ডিজনি স্টারের কাছে। এবার সেই মেয়াদ বাড়লো ২০২৭ সাল পর্যন্ত। ২০২৩-২৭ চক্রের জন্য সম্প্রচার স্বত্বের নিলাম তুলেছিল আইসিসি। সেখানেই ২০২৭ সাল পর্যন্ত আইসিসির সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
শনিবার (২৭ আগস্ট) দুবাইয়ে আইসিসি সম্প্রচার স্বত্ব প্রতিষ্ঠানটির নাম ঘোষণা করে। ঠিক কি পরিমাণ অর্থে ডিজনি স্টার এই সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে তা জানা যায়নি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কিংবা ডিজনি স্টার কতৃপক্ষের কেউই এই নিয়ে মুখ খোলেননি।
আইসিসির সম্প্রচার স্বত্ব কিনতে লড়াই করছিল ভিয়াকম ১৮, সনি স্পোর্টস ও জি নেটওয়ার্ক। তাদেরকে হারিয়ে আইসিসির সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ডিজনি স্টার। এর আগে আইপিএলের সম্প্রচার স্বত্বও কিনেছে তারা।
সম্প্রচার স্বত্ব কিনে নেওয়ায় ২০২৭ সাল পর্যন্ত আইসিসি সকল ইভেন্টের দেখা মিলবে স্টার স্পোর্টসের পর্দায়। এই সময়ে দুইটি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে। এছাড়াও দেখা যাবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও।
এবারের চক্রে ছেলে ও মেয়েদের জন্য আলাদা করে সম্প্রচার স্বত্ব বিক্রি করছে আইসিসি। মেয়েদের চক্রে কে সম্প্রচার স্বত্ব পাচ্ছে তা এখনো জানানো হয়নি।
ডিজনির কাছে সম্প্রচার স্বত্ব বিক্রি করে আইসিসি জানিয়েছেন, “ডিজনি এই নিলাম প্রক্রিয়ায় সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে। আগের চেয়ে এবার আরো বেশি অর্থ দিয়েছে। আগের চক্রে ডিজনির মাধ্যমে ক্রিকেটে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আশা করি, এবারো সেই ধারাবাহিকতা বজায় থাকবে।”
ডিজনি স্টারের প্রেসিডেন্ট কে মাধবান বলেন, “আমরা আইসিসির সাথে চুক্তির ধারাবাহিকতা ধরে রাখতে পেরে বেশ গর্বিত। আশা করি, আমরা আরো অনেকদিন একসাথে থাকতে পারবো।”
ডিজনি স্টার মূলত স্টার স্পোর্টসের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ক্রিকেটকে সবার কাছে পৌঁছে দিচ্ছে। আইসিসির সকল ইভেন্টের পাশাপাশি আইপিএলও সম্প্রচার করছে তারা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর