এশিয়া কাপের আগে বোলিং আক্রমণের একের পর অস্ত্র হারাচ্ছে পাকিস্তান। বাঁহাতি পেসার শাহীন আফ্রিদি ছিটকে যাওয়ার পর এবার তরুণ পেসার ওয়াসিম জুনিয়রও চোটে পড়ে ছিটকে গেলেন এশিয়া কাপ থেকে।
তবে ওয়াসিমের সর্বনাশে, পৌস মাস এসেছে আরেক পাকিস্তানি পেসার হাসান আলীর জন্য। কারণ, ওয়াসিমের জায়গায় তাকেই দলে ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চূড়ান্ত দলে না থাকলেও সতীর্থের চোটে কপাল খুলে গেছে হাসানের, এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফিরলেন পাকিস্তান দলে।
দুবাইয়ে আইসিসির ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনের সময়ে পিঠে ব্যাথা অনুভব করেন ওয়াসিম। এমআরআই করানো পর জানায় সাইড স্ট্রেইন চোটে পড়েছেন এই তরুণ পেসার।
অন্তত তিন সপ্তাহ মাঠে বাইরে থাকতে হবে ওয়াসিমকে। এই পেসারের ছিটকে যাওয়া ও হাসান আলীর দলে ফেরা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট।
Hasan Ali named as Wasim Jr's replacement ????
— Cricket Pakistan (@cricketpakcompk) August 26, 2022
Best of luck @RealHa55an #AsiaCup2022 pic.twitter.com/Us0te8R1bW
এই নিয়ে পাকিস্তানের এশিয়া কাপের দলের দুইবার পরিবর্তন করতে হলো। এর আগে শাহীন আফ্রিদির জায়গায় নেদারল্যান্ডস সিরিজে দুর্দান্ত বোলিং করে পাকিস্তান দলে ফিরেছেন তরুণ পেসার মোহাম্মদ হাসনাইন।
রোববার (২৮ আগস্ট) চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের এশিয়া কাপ মিশন শুরু করবে পাকিস্তান। ‘এ’ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ হংকং।
এশিয়া কাপে পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশফিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির।
স্পোর্টসমেইল২৪/এসকেডি