এশিয়া কাপে নতুন স্পন্সর পেয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। বেটিং কোম্পানির নিউজ সাইট ফেয়ার প্লে’র সংঙ্গে এশিয়া কাপের জন্য চুক্তি করেছে দেশটি। ফলে এশিয়া কাপে শ্রীলঙ্কার জার্সিতে দেখা যাবে ফেয়ার প্লে’র লোগো।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেয়ার প্লে’র সংঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। ফেয়ার প্লে’লে স্পন্সর হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।
শ্রীলঙ্কায় চলছে চরম অর্থনৈতিক সংকট। তেল-খাদ্য-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অভাব। এ অবস্থায় নিজ দেশে এশিয়া কাপ আয়োজন করতে ব্যর্থ আসরটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
অর্থনৈতিক সংকটের সময়ে নতুন স্পন্সর পাওয়াতে নিশ্চিতভাবেই স্বস্তিত নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা ক্রিকেটের কর্মকর্তারা।
এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও আয়োজক শ্রীলঙ্কাই থাকছে। দাশুন শানাকাকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
We are happy to welcome our Team Sponsor #FairPlayNews for #AsiaCup2022! ????#RoaringForGlory pic.twitter.com/9SffS4o0I4
— Sri Lanka Cricket ???????? (@OfficialSLC) August 25, 2022
দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্দিমাল। তবে চোট থেকে সেরে না ওঠায় শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার দুশমন্ত চামিরা।
শনিবার (২৭ আগস্ট) পর্দা উঠবে এশিয়া কাপের। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্থান। ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কার বাকি প্রতিপক্ষ বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/এসকেডি