আবুধাবি টি-টেন লিগে বাংলাদেশি মালিকাধীন ফ্রাঞ্চাইজি বাংলা টাইগার্স। এই দলের আইকন ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।
২৩ নভেম্বর থেকে আবুধাবিতে মাঠে গড়াবে টি-টেন লিগের ৬ষ্ঠ আসর। এই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো খেলবেন সাকিব আল হাসান। এর আগে ২০১৭ সালে প্রথম আসরে কেরালা কিংসের হয়ে খেলেছিলেন। সেবার পেয়েছিলেন শিরোপার স্বাদও।
বাংলা টাইগার্স দলে সাকিব ছাড়াও খেলবেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। এছাড়াও আছেন শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানা ও ইসুরু উদানা, প্রোটিয়া অলরাউন্ডার ফ্যাফ ডু প্লেসিস।
দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো দলের ট্রেনার রিচার্ড স্ট্যানিয়ের। এছাড়াও দলটি মেন্টর হিসেবে কাজ করবেন বাংলাদেশি ক্রিকেট গুরু নাজমুল আবেদিন ফাহিম।
টি-টেন লিগের প্লেয়ার ড্রাফট এখনো আয়োজিত হয়নি। এর আগেই আইকন হিসেবে সাকিবের নাম ঘোষণা করেছে দলটি। এছাড়াও প্লেয়ার ড্রাফটের বাইরে কিউই ক্রিকেটার কলিন মুনরো ও ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইসকে দলে নিয়েছে তারা।
চলতি বছরের ২৩ নভেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ৪ ডিসেম্বর। টুর্নামেন্টটিতে এখনো শিরোপা স্বাদ পায়নি দলটি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর