‘কোহলিকে এখন আর কেউ ভয় পায় না’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৯ এএম, ২৫ আগস্ট ২০২২
‘কোহলিকে এখন আর কেউ ভয় পায় না’

এক সময়  ভারতীয় ব্যাটার বিরাট কোহলি আর সেঞ্চুরি দুইটাই যেন সমর্থক হয়ে গিয়েছিল ক্রিকেটপ্রেমীদের কাছে। অথচ একই ক্রিকেটার সেঞ্চুরহীন এক হাজার দিনের বেশি সময় ধরে। ফর্মের তো যাচ্ছেতাই অবস্থা, তারপর ব্যাটিংয়েও নেই আগেই সেই আক্রমণাত্মক ধাঁজ!

আর এ কারণেই তাকে কোনো বোলারই এখন আর আগের মতো ভয় পায় না বলে মনে করেন ভারতের সাবেক ব্যাটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। 

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে লেখা এক কলামে আকাশ সম্প্রতি কোহলিকে নিয়ে অনেক কিছুই বলেছেন। 

আকাশ বলেন, "এটা লুকানোরও কিছু নেই যে তার যে ব্যাট আগে জাদুর কাঠির মতো কাজ করত, এখন আর সেই ব্যাট তার কথা শুনছে না। ব্যাটে বল লাগার চেয়ে মিস হচ্ছে বেশি। তার সেই অপ্রতিরোধ্য ব্যাপারটি এখন মিইয়ে এসেছে এবং তার উপস্থিতি এখন আর বোলারদের মনে আগের মতো ভয়ের সঞ্চার করে না।”

এক নজরে এশিয়া কাপের সকল দলের স্কোয়াড

তবে এটা বলার আগে লেখার শুরুতেই বলে দিয়েছেন সাম্প্রতিক অফফর্ম তার গ্রেটনেসের কিছুই করতে পারেনি। এমনকি কোহলি যদি আন্তর্জাতিক ক্রিকেটে আর রান নাও করে তাহলেও তিন ফরম্যাটেই সর্বকালের সেরাদের একজন  বলে বিবেচিত হবে বলে মত আকাশের।

“বিরাট কোহলির ক্লাস ও স্কিল নিয়ে কারও মনেই সংশয় নেই। সে যদি আন্তর্জাতিক ক্রিকেটে আর একটি রানও না করে, তার পরও সে খেলাটির সর্বকালের সেরাদের একজন বলে বিবেচিত হবে। এমন একজন হয়ে রইবে সে, ব্যাট হাতে যে অতিপ্রাকৃত সব কাজ করেছে এবং তিন সংস্করণেই এমন দাপট দেখিয়েছে, আর কেউ যা পারেনি” যোগ করেন আকাশ। 

এশিয়া কাপে রোহিত-কোহলিদের কোচিং করাবেন লক্ষ্মণ

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ১৪ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি, ৭৯ ইনিংসে নেই কোনো সেঞ্চুরি। দীর্ঘ রান খরায় দলে তার জায়গা নিয়েও প্রশ্ন ওঠা শুরু হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের  এশিয়া কাপ মিশন। লম্বা বিশ্রাম শেষে দলে ফিরেছেন কোহলি।সবাই আশা করছে এবারের এশিয়া কাপ দিয়ে রানখরা কাটাবেন তিনি।  

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই প্রতিদ্বন্দ্বীতার তীব্র ঝাঁজ!

এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই প্রতিদ্বন্দ্বীতার তীব্র ঝাঁজ!

এশিয়া কাপে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান: সরফরাজ

এশিয়া কাপে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান: সরফরাজ

অসংখ্য সমর্থন-ভালোবাসার পরও একাকীত্বে ভুগেছি: কোহলি

অসংখ্য সমর্থন-ভালোবাসার পরও একাকীত্বে ভুগেছি: কোহলি

কোহলির দুঃসময়ে বাবর আজমের অভয়

কোহলির দুঃসময়ে বাবর আজমের অভয়