ভিসা জটিলতা কাটিয়ে আকাশ পথে বিজয়-তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১১ পিএম, ২৪ আগস্ট ২০২২
ভিসা জটিলতা কাটিয়ে আকাশ পথে বিজয়-তাসকিন

এশিয়া কাপের উদ্দেশে বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে মঙ্গলবার (২৩ আগস্ট)। তবে ভিসা জটিলতায় আটকে যাওয়ায় দলের সাথে যেতে পারেননি ওপেনার এনামুল হক বিজয় এবং পেসার তাসকিন আহমেদ। অবশেষে সকল জটিলতা কাটিয়ে একদিন পর এশিয়া কাপের বিমানে উঠলেন বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ এ দুই সদস্য।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা দু'জন। এছাড়া তাদের সাথে শেষ মুহূর্তে যোগ দিয়েছেন আরও একজন। তিনি হলেন- স্পিনার রিশাদ হোসেন। মূল পর্বে খেলার আগে টাইগারদের প্রস্তুতিতে সহায়তার জন্য লেগ স্পিনার রিশাদ হোসেনকে উড়িয়ে নেওয়া হলো।

এশিয়া কাপে অংশ নিতে যাওয়া অন্য দলগুলো তাদের গেম পরিকল্পনায় লেগ স্পিানকে অগ্রাধিকার দিলেও বাংলাদেশ দলে অবশ্য কোনো লেগ স্পিানর নেই। রিশাদকে উড়িয়ে নেওয়া হলেও তাকে মূল স্কোয়াডে যুক্ত করা হয়নি। টাইগারদের প্রস্তুতিতে তিনি বল করবেন।

এদিকে, জটিলতা কাটিয়ে এশিয়া কাপের বিমান ধরায় সকলের কাছে দোয়া চেয়েছেন বিজয় এবং তাসকিন। দু'জনেরই স্যোশাল মিডিয়ায় নিজ নিজ পেজে ছবি প্রকাশ করে শুকরিয়া জানিয়েছেন।

আরব আমিরাতে আনুষ্ঠানিক অনুশীলন শুরু আগে বুধবার বিশ্রামে থেকেছেন ক্রিকেটাররা। বিশ্রামের মাঝেও জিমে শরীর চর্চা করেছেন টাইগার ক্রিকেটাররা। বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে আইসিসি একাডেমিতে অনুশীলনে নামবে বাংলাদেশ দল।

শনিবার (২৭ আগস্ট) থেকে শুরু হওয়া এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ মঙ্গলবার (৩০ আগস্ট)। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। গ্রুপপর্বে টাইগারদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এশিয়া কাপের বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন এবং নাইম শেখ।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

এক নজরে এশিয়া কাপের সকল দলের স্কোয়াড

এক নজরে এশিয়া কাপের সকল দলের স্কোয়াড

ক্রিকেটারদের চারদিক থেকে ধমক দেওয়া হয়: ডোমিঙ্গো

ক্রিকেটারদের চারদিক থেকে ধমক দেওয়া হয়: ডোমিঙ্গো

বাংলাদেশে ২০২২ নারী এশিয়া কাপ শুরু ১ অক্টোবর

বাংলাদেশে ২০২২ নারী এশিয়া কাপ শুরু ১ অক্টোবর

আমরা ফাইভের ছাত্র না, যে সব শিখিয়ে দিতে হবে: সাকিব

আমরা ফাইভের ছাত্র না, যে সব শিখিয়ে দিতে হবে: সাকিব