সদ্যই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেছে ভারত। সেই সিরিজে রোহিত শর্মা-বিরাট কোহলিরা ছিলেন না। তাদেরকে ছাড়াই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা ভারতীয় দলকে কোচিং করিয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ। এশিয়া কাপেও তাকে দেখা যাবে একই দায়িত্বে।
এশিয়া কাপ খেলতে ভারতীয় দলের দেশ ছাড়ার আগে করোনা আক্রান্ত হন নিয়মিত কোচ রাহুল দ্রাবিড়। তখনই ভারতীয় দলের এশিয়া কাপে মিশনে তার থাকা নিয়ে শঙ্কা জেগেছিল। সেই শঙ্কাই সত্যি হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, এশিয়া কাপেও ভারতীয় দলকে কোচিং করাবেন ভিভিএস লক্ষ্মণ। এই টুর্নামেন্টে কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে দেখা যাবে না।
নিয়মিত কোচ দ্রাবিড়ের উপর কাজের চাপ কমানোর জন্য জিম্বাবুয়ে সফরে লক্ষ্মণকে পাঠিয়েছিল বিসিসিআই। মূলত ভারতের ব্যাঙ্গালুরুতে অবস্থিত ন্যাশন্যাল ক্রিকেট একাডেমির (এনসিএ) হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
জিম্বাবুয়ে সফরে দ্রাবিড়ের উপর কাজের চাপ কমাতে লক্ষ্মণকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে এশিয়া কাপে বাধ্য হয়েই তার উপরই চাপানো হলো এই দায়িত্ব। ফলে জিম্বাবুয়ে সফর শেষে দুবাইয়ে সরাসরি ভারতীয় দলের সাথে যোগ দিয়েছেন। একই বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।
২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে ভারত। এশিয়া কাপে ইনজুরির কারণে খেলতে পারবেন না পেসার জসপ্রিত বুমরাহ। আর বিরতি কাটিয়ে আবারও দলে ফিরেছেন বিরাট কোহলি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর