নতুনভাবে শুরু করার প্রত্যাশা নিয়ে এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দল। স্কোয়াডের দুই সদস্য ছাড়া বাকি ১৪ জনকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। ভিসা জটিলতার জন্য দলের সাথে যেতে পারেননি ওপেনার এনামুল হক বিজয় এবং পেসার তাসকিন আহমেদ।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটের একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেয় এশিয়া কাপের বাংলাদেশ শিবির। দলের সাথে কোচিং স্টাফের সদস্যরাও ছিলেন। তবে টি-টোয়েন্টি থেকে সরিয়ে দেওয়া রাসেল ডোমিঙ্গোর যাওয়া হবে না দলের সাথে।
২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এবারের এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। টুর্নামেন্টে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ।
৬ দলের এ আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়া বিশ্বকাপের সাথে ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপটিও টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করা হয়েছে।
এদিকে, টি-টোয়েন্টি ফরম্যাটে ধুকতে থাকা বাংলাদেশ নতুনভাবে শুরু করার প্রত্যাশা করছে। যার প্রথম পদক্ষেপ হিসেবে দলের নেতৃত্বের বদল আনা হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে ফেরানো হয়েছে সাকিব আল হাসানকে। এছাড়া প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকেও এ ফরম্যাট থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
টাইগারদের জন্য টি-টোয়েন্টি ফরম্যাটে উন্নতির জন্য ভারতীয় শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড কর্তাদের আশা, টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের হাত ধরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ টি-টোয়েন্টি দল।
এশিয়া কাপে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ শাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত আহমেদ, পারভেজ হোসেন ইমন এবং মো. নাঈম শেখ।
স্পোর্টসমেইল২৪/আরএস